ব্রাউজারকে পাওয়ারচার্জ করতে এক হালি গ্রিজমাঙ্কি স্ক্রিপ্ট

স্ক্রিপ্ট ১- YouTube Video Download

আইডিএমের মত অনেক ডাউনলোড ম্যানেজারেই ইউটিউব ভিডিও ডাউনলোডের সুবিধা থাকলেও সেটায় শুধু .flv ফর্মেটে ডাউনলোডের জন্য। এই স্ক্রিপ্টটা .flv থেকে শুরু করে mp4, 3gp, হাই ডেফিনেশন 720p, 1440p ফর্মেটেও নামানোর অপশন দিয়ে দেয়।

আর এই সব অপশন পাওয়া যাবে ইউটিউবের ভিডিওটির নিচেই :D কাজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের ১০১টা সাইট কিংবা সফটওয়্যারের চাইতে ভাল জিনিষ এই স্ক্রিপ্ট।

স্ক্রিপ্ট ২- IMDB - add Rottentomatoes info

মুভিখোরদের জন্য মাস্ট হ্যাভ! স্ক্রিপ্টের কাজ? -

আইএমডিবিতে একটা মুভির ইউজার রেটিং এর নিচেই হাজির করবে মুভি রেটিং এর আরেক জনপ্রিয় রেটিং সাইট রোটেনটমাটোর ক্রিটিক এবং ইউজার রেটিং B-)

স্ক্রিপ্ট ৩- FFixer

ফেসবুককে নিজের পছন্দমত সাজিয়ে নেয়ার জন্য চমৎকার একটি স্ক্রিপ্ট। ইন্সটল করার পর ফেসবুককে কাস্টোমাইজ করে নেয়ার জন্য প্রচুর অপশন পাবেন।B-)

স্ক্রিপ্ট ৪- The Cavern Links Checker

নেট ব্যবহার করেন আর ডেডলিংকের পাল্লায় পড়েননি এমন ইউজার খুঁজে পাওয়া যাবেনা। ডেডলিংক খোলার সময় নষ্ট আর বিরক্তি থেকে মুক্তি দেবে এই স্ক্রিপ্ট।

লিংক পেলেই অটো চেক করে জানিয়ে দেবে লিংকটা জীবিত না মৃত :P

কিভাবে ইন্সটল করতে হবে?
- গুগল ক্রোম ইউজাররা এখানে দেয়া লিংকগুলায় গিয়ে "Install" বাটনে ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে।

আর ফায়ারফক্স ইউজাররা প্রথমে এই লিংকে গিয়ে গ্রিজমাঙ্কি এডঅনটি ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট করে নিন। তারপর পোস্টে দেয়া লিঙ্কগুলোয় গিয়ে স্ক্রিপগুলো Install করে নিন।

এরকম আরো অনেক স্ক্রিপ্ট পাবেন ইউজারস্ক্রিপ.অর্গ সাইটে।

পোস্টটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !দারুণ !
ভাই ডেইলি ১৫০০-২০০০ এমবি নামাই। ডেড লিংক চেক করতে দিনে ১-২ ঘণ্টা খরচ হয়।
আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    May I know Ur net info PLS ?

    @ new boy………
    ভাই আপনি বোধয় আমার আগের কমেন্টটা পরেন নাই।
    আমি আগেও বলেছি আমার নেট এমবিপিএস।
    আমার পিসি +/- ২০ ঘণ্টা অন থাকে।
    ধরি ১০ ঘন্টা ডাউনলোড করি।

    ১০*৬০*৬০*১২৮=৯২,১৬,০০০=৪৫০০ এমবি

    ক্লিয়ার?

      আচ্ছা আপনি আমাকে আছাড়া আর কাউকে দেখেন না? সব জায়গায় আমার কথা গুলোরই প্রতীবাদ করেন কেন?

    cool man cool.

    এত স্পীড দিয়ে কি করেন? কিছু আমারে ধার দেন 🙁
    আপনার আইএসপি কোনটা?

কাজের টিউন! 🙂

শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ … 😡 complete free survey and earn dollar … http://www.cashle.com/?ref=tangil

দারুর, ফাটাফািট

রাফি ভাই,আপনি একটু ভুল করেছেন।IDM এর ডাউনলোড প্যানেল FLV ছাড়াও MP3,M4A,MP4,MPG,MPEG,AVI,WMV,WMA,WAV,ASF,RM,OGG,MOV,M4V,OGV,3GP,QT,WEBM সাপোর্ট করে।এছাড়াও আপনি আরো বেশি ফাইল টাইপস্‌ এর জন্যে যদি ডাউনলোড প্যানেল দেখতে চান তাহলে IDM>OPTION>GENERAL>(EDIT)Customize IDM download panels in browsers এ ক্লিক করে Add এ ক্লিক করুন।যাই হোক আপনার এই টিউন থেকে আমার খুব বড় একটা উপকার হলো সেটা হল ডেড লিংক চেকার স্ক্রিপ্টের জন্যে।ধন্যবাদ ভালো থাকবেন।

ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো!! অসাধারন একটা টিউন হয়েছে।

বিশেষ করে ডেড লিংক চেকার স্ক্রিপ্টটার জন্য আপনাকে শত সহস্র ধন্যবাদ।

ভালো থাকুন।।

Comments are closed.