হারাবে না আর কিছুই… (কোনো জি.পি.এস প্রয়োজন নেই)

একটু ভেবে দেখুন তো কত কিছু হারিয়েছেন আজ পর্যন্ত ? যা হয়তো খুঁজে পেতে পারতেন ...

অনেক সময় হয়তো আপনার পাশে মাইকিং করতে শুনেছেন *একটি হারানো বিজ্ঞপ্তি*
আর বাংলাদেশের সব নিউস পেপার গুলিতেই প্রতিদিন অহ রহ হারানো বিজ্ঞপ্তি দেখা যায়।
আপনার কি মনে হয়... এগুলি কেও খুঁজে পায় না?

হয়তো আপনিও খুঁজে পেয়েছেন কিছু। কিন্তু কে যায় হাজার খানেক টাকা খরচ করে খুঁজে পাওয়া জিনিস টি ফেরত দিতে?
অনেকেই সোশ্যাল মিডিয়া তে অক্লান্ত পরিশ্রম করে তার হারিয়ে যাওয়া কাগজ আত্মীয় বা সরঞ্জাম খুঁজে পেতে। কিন্তু ফিরে পাওয়া আর হয় না। কারণ আপনার টিউন টি হয়তো ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছায়নি কখনোই।
আর সংবাদপত্রে এত্ত বিনোদন আর খেলার পাতা বাদ দিয়ে ওই হারানো বিজ্ঞপ্তি তে কয়জনেরই চোখ যায় বলুন ?

হারানোবিজ্ঞপ্তি.কম এর একটি সাধারণ জরিপে দেখা গিয়েছে প্রতিদিন বাংলাদেশে অন্তত ১৯৭ জন মানুষ তাদের প্রয়োজনীয় কাগজ পত্র বা আত্মীয় অথবা সরঞ্জাম হারায়
তার মধ্যে প্রায় 73% সরঞ্জাম কেও না কেও খুঁজে পায়...
শুধু ফেরত দিতে পারে না একটি মাদ্ধমে এর অভাবে।
এই অভাব মোচন আর সকল হারানো বিজ্ঞপ্তি সমূহ সবার চক্ষু গোচর করতে আপনাদের পাশে আছে haranobiggopti.com

  • কিভাবে ব্যবহার করবেন?

আপনাকে প্রথমেই এখান থেকে একটি একাউন্ট তৈরী করতে হবে   

এর পর আপনি কিছু খুঁজে পেয়ে থাকলে *খুঁজে পেয়েছি* তে
আর হারিয়ে থাকলে *হারিয়েছি* সিলেক্ট করবেন।

ক্যাটাগরি নির্বাচন করুন

 

এর পর খুব সহজেই ছোট্ট ফরমটি যথাযথ ভাবে পূর্ণ করে ও আপনার সরঞ্জামের সাথে সম্পর্কিত কোনো ছবি আপলোড করে টিউন টি সাবমিট করতে পারেন (আপনি পাঁচটি পর্যন্ত ছবি আপলোড করতে পারবেন)

টিউনটি রিভিউ এর জন্যে সাবমিট হবে আর ১ ঘন্টার ও কম সময়ে আপনার টিউনি তারা লাইভ করে দিবে

Level 0

আমি রাশের্দুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস