উইন্ডেজ সেটাপ দিলে অটোমেডিকেললি উইন্ডোজ আপডেট দেয়া থাকে যার কারনে যারা সিম দিয়ে এমবি কিনে নেট চালায় তাদের প্রচুর এমবি কেটে নেয় আজকে আমি দেখাব কিভাবে উইন্ডোজ আপডেট চিরতরে বন্ধ করবেন।
প্রথমে এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন
তারপর windows update লিকে এখানে ক্লিক করবেন
এখনে Advance Option এ ক্লিক করবেন।
তারপর Choose how updates are delivered এ ক্লিক করবেন।
এখনে on থাকবে off করে দিয়ে বেরিয়ে আসুন।
My Computer এ রাইট বাটনে ক্লিক করে Manage এ ক্লিক করুন
Services and applications এ ক্লিক করুন।
Services এ ক্লিক করুন
Scroll করে নিচের দিকে আসুন Windows update এ ডাবল ক্লিক করুন।
তারপর Disable সিলেক্ট করে Start এ ক্লিক করে OK চাপুন ব্যাস আপনার কাজ শেষ এখন থেকে প্রয়োজন ছাড়া আর এক এমবিও কাটবেন আপনার ল্যাপটপ বা ডেস্টটপ থেকে।
বুজতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাতে পারেন
আমি রবিউল হক রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।