মনের মত ডেক্সটপ বানিয়ে,বিল গেটস এর গেট খুলে জানালা বন্ধ করে ফেলুন।(৩য় ও অর্কশনীয় পর্ব)

আসসালামুওলাইকুম,কেমন আছেন প্রিয় টেকবাসি সবাই? আমি আলহামদুলিল্লাহ ভাল আছি কিন্তু ঋতু পরিবর্ন হচ্চে জ্বর জ্বর ভাব এই আর কি! (দুয়া করবেন সবাই যেন,জ্বর জ্বর ভাবই থাকে জ্বর যেন আর না আসে)।যাইহোক এইবার কাজের কথাইয় আসি, আমার তরফ থেকে টেকটিউনস বাসির জন্য ছোট আরো  একটা উপহার,গত টিউনে বেশ সাড়া পেয়েছি তার জন্য ধন্যবাদ প্রিয় পাঠক ভাই ও বোনেদের। কথা না বাড়িয়ে সরাসরই চলুন আজকের টিউন শুরু করা যাক। উইন্ডোজ কাজের জন্য ভাল হলেও কিন্তু সেই একি লোগো,একই ইন্টারফেস;যা দেখতে দেখতে এতটাই বোরিং  লাগছে আমার যে মনে হচ্চে নিজেই একটা ওএস বানাই ফেলি 😛 😛 কিন্তু সেটা সম্ভব না তাই আজ আমরা উইন্ডোজ এর ভাংগা মার্কা লুকিং ভেঙ্গে ভেঙ্গে আরো সুন্দর করে ফেলবো এবং জানালা কে আরো অর্কশনীয় করে তুলবো।তোহ চলেন ফাষ্ট লুক দেখে নেয়ঃ

পিকঃ

উপরের মত সুন্দর ডেক্সটপ বানাতে হলে আপনাকে যে মহা সাগর পাড়ি দিতে হবেঃ 😆

১।প্রথমেই কম্পিউটার নিয়ে যুদ্ধে নেমে পড়ুন।

২।এমবি না থাকলে ঝটপট ৩০-৩৫ এমবি কিনে ফেলুন আর যাহের ব্রডব্যান্ড তাদের জন্য তহ কথায় নাই 😐

নিচের ভিডিওটি দেখুন আর কাজ শুরু করে দিন 🙂

বিদ্রঃ কাজটা একটু কেয়ারফুলি করতে হবে তাই দয়া করে সম্পূর্ন ভিডিওটি দেখুন।

আপনাদের সামান্য ২-৩ সেকেন্ডের উৎসাহ আমার জন্য সব চেয়ে বড় পাওয়া, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার টিউনে টিউমেন্ট করবেন।ধন্যবাদ সবাইকে 🙂 দেখা হবে আগামি টিউনে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন আর প্রযুক্তির সাথেই থাকুন।

 

 

 

 

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস