জীবনে সফল হওয়ার কিছু কৌশল।যে কাজ গুলো বদলে দিতে পারে আপনার জীবন।

আমরা কম-বেশী সবাই চাই জীবনে সফল হতে। রাতে ঘুমোতে যাই কিভাবে সফল হওয়া যায় তা ভেবে, সকালে ঘুম থেকে উঠি সফল হওয়ার সাধনা করার জন্যই। সবাই চায় জীবনে ভালো কিছু করতে, বড় হতে, সবার কাছে সম্মান পেতে। নিজ নিজ ক্ষেত্রে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চায় সবাই। আক্ষরিক অর্থে যদি বলতে হয় তাহলে বলা যায় সফল হওয়ার অনেক উপায় রয়েছে। আবার বলা যায় সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয়। জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারে না। যারা জীবনে সফল হয়েছেন, তাদের অনেক সাধনা করতে হয়েছে। কারণ সফল ব্যক্তিদের একটি লক্ষ্য থাকে। আর লক্ষ্য ছাড়া সফলতা অনিশ্চিত। একজন সফল মানুষ হতে গেলে কেবল কিছু কাজ করলেই হয় না, এর পাশাপাশি কিছু কাজ থেকে বিরতও থাকতে হয়।  চলুন দেখে আশি জিবনে সফল হওয়ার কিছু কৌশাল ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন

আপনি সফল হতে চান? তাহলে প্রথমেই আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। যদি আপনার জীবনের লক্ষ্য হয় আপনি রিকশা চালাবেন, তাহলে বিশ্বাস করুন আপনি রিকশা চালিয়েই সফল হবেন। যদি আপনার লক্ষ্য থাকে আপনি বিমান চালাবেন, তাহলে লক্ষ্য সে রকম উঁচুতেই রাখবেন। আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী এগোতে পারেন, তাহলে আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না। সবচাইতে বড় কথা- আপনি সুখী হবেন। মনে রাখবেন- কোনো কাজই ছোট নয়।

“Opportunities don’t happen. You create them.”– Chris Grosser

সফল হওয়ার জন্য জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেয়াটা অনেক বড় একটি কাজ। আর এই কাজটি করতে কোনো প্রকার দ্বিধাবোধ করবেন না। নিজের জীবন সম্পর্কে বেশ সচেতন থাকুন। কোন কাজে ভাল হবে, কোন কাজে মন্দ হবে এই বিষয়ে সব সময় সচেতন থাকুন। সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত জীবনের বিফলতা অনেক কমিয়ে দেয়। একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ হতে পারে, জীবনকে অনেক পিছনে ফেলে দিতে পারে। তাই আর দেরী না করে এখনই সঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেলুন। কারণ জীবন আপনার, সিদ্ধান্তটাও কিন্তু আপনারই, সফলতাও আপনারই হবে।

“Don’t be afraid to give up the good to go for the great.”– John D. Rockefeller

আমি স্বপ্ন দেখতে অনেক ভালোবাসি। স্বপ্ন যদিও অনেকেই দেখতে ভালোবাসেন, তারপরও সফল ব্যক্তিরা স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যান। আমার অনেকগুলো স্বপ্ন আছে। এর মধ্যে সবচাইতে বড় স্বপ্ন হচ্ছে, আমার মৃত্যু যাতে তখনই হয়, যখন আমার আর কোনো স্বপ্ন থাকবে না।

বিশ্বাস করুন নিজের স্বপ্নকে। আপনি স্বপ্ন দেখলেন আপনার একটি বাড়ি হবে, একটি গাড়ি হবে, আপনি দেশ-বিদেশ ঘুরবেন। এমন স্বপ্ন আপনি দেখতেই পারেন। কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন তার জন্য কি যথাযথ পরিশ্রম করছেন? আমি করছি, আপনিও করুন। স্বপ্ন দেখে হাত-পা গুটিয়ে বসে থাকবেন না। স্বপ্ন পূরণের জন্য অগ্রসর হন এবং শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করে আপনার স্বপ্ন পূরণ করুন। সম্মান করুন নিজের মনে পুষে রাখা স্বপ্নকে। জাগ্রত হওয়ার অনুপ্রেরণা পান এই স্বপ্ন থেকেই। কথায় আছে- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। বিষয়টি আসলেও সত্যি। কেননা পরিশ্রম করলে যে কেউ তার ফল পাবেন। শুধুমাত্র পরিশ্রমই মানুষকে তার স্বপ্ন পূরণে সাহায্য করে এবং সফল গন্তব্যে পৌঁছিয়ে দেয়।

অনেক সময়ই কোনো সিনেমা দেখে অথবা কোনো গল্পের বই পড়ে মনে হয় এখনই আমি সফল হয়ে যাবো। রক্ত গরম হয়ে দৌঁড়োতে শুরু করে। এমনটা জীবনের কোনো এক পর্যায়ে কারও কথা দ্বারা অনুপ্রাণিত হলেও মনে হয় আজকেই জীবনকে বদলে দিবো, পরের দিনেই আবার আগের মত হয়ে যায় সব। এমন সাময়িক পরিবর্তনের চিন্তা পরিহার করে নিরলস চেষ্টা চালিয়ে যান। দেখবেন সফলতা এমনিতেই আপনার হাতে ধরা দিবে। সফল ব্যক্তি কিংবা গোষ্ঠী অতীত নিয়ে নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে জীবনযাপন করে।

সফল হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখতে হবে। আর তা হলো নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা। কোনো প্রকার দোটানায় থাকা যাবে না। বলা হয়- আত্মবিশ্বাসই সফলতার মূল শর্ত। আত্মবিশ্বাসীরা নিজেদের স্বপ্ন পূরণে ব্যাকুল থাকে সবসময়। হোক তা সময় সাপেক্ষ ব্যাপার, তারপরও নিজের স্বপ্নে অটুট থেকে এগিয়ে যান আপন গতিতে। “আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এত কঠিন কাজ আমার দ্বারা সম্ভব হবে না“- এমন সংশয়ই আপনাকে সফলদের লাইন থেকে টেনে নিচে নিয়ে আসতে পারে। কেনই বা পারবেন না? যারা জীবনে সফল হয়েছেন তারাও তো আপনার মতোই রক্তে-মাংসে গড়া মানুষ। আপনি আজকে পারেন নি দেখে কাল পারবেন না এমন তো হতে পারে না, তাই নয় কি?

আপনার চিন্তা-ভাবনাকে প্রশস্ত করুন। সঠিক চিন্তা-ভাবনা মানুষকে সফল হতে বেশ সহায়তা করে। দিন-রাতের ২৪ ঘন্টা এক রকম থাকে না। কখনো নিজেকে সফলতার অগ্রনায়ক হিসেবে মনে হয়, কিন্তু পরক্ষণেই নেতিবাচক চিন্তা আসে হতাশার বাণী শোনাতে। বলতে থাকে- এত মানুষের মাঝে তুমি কি করতে পারবে? এসব চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা জীবনকে অনেকটা এগিয়ে নিতে পারে। দৃষ্টিভঙ্গি বদলিয়ে ফেলুন। দেখবেন আপনি সফলতার সিঁড়িতে এক ধাপ উপরে উঠে যাবেন।

তবে জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। আজকে থাক, কালকে করবো, সময় তো আছেই; আরে এটা তো একদম সহজ কাজ, বেশীক্ষণ সময় লাগবে না- এই ধরনের কথা ও কাজ পুরোপুরি বর্জন করতে হবে। শেষ মুহূর্তে আপনি হয়ত কাজটি করে ফেলবেন। কিন্তু শেষ মুহূর্তের কাজ সব সময় ভালো হয় না। ছোটবেলায় পড়েছি, অলস মস্তিষ্কে শয়তানের বাস। কথাটি ভুল নয়।

কিছু মানুষ আছেন যারা বাস্তবতা থেকে অনেক দূরে থাকেন। কারণ তারা সবসময় অলীক কল্পনায় ডুবে থাকেন। কল্প বিলাসীরা মনে মনে সারা বিশ্ব ঘুরে এসে দেখে দাঁড়িয়ে আছে এক টুকরো হতাশার সামনে। তারা ভাবে, আরে সময় হলে আল্লাহ্‌ই দিবে। হ্যাঁ! ঠিক আছে, আল্লাহ্‌ তো দিবে। কিন্তু আপনারও তো চেষ্টা করতে হবে। এখন আপনি যদি ঐ আশায় বসে বসে হাওয়া খান তাহলে তো কোনোদিনও সফলতার মুখ দেখবেন না। অলীক কল্পনার জগত থেকে বের হয়ে আসুন। বাস্তবতার মুখোমুখি হন, কারণ বাস্তবতা অনেক কঠিন।

কথা কম কাজ বেশি। ছোটবেলা থেকেই শুনে এসেছেন এটা। আক্ষরিক অর্থেই সত্যি। সফল মানুষরা কথা কম বলেন। চুপচাপ থাকলে মনের সঙ্গে সংযোগ বাড়ে, এর চেয়ে ভালো নিজের সঙ্গে কথা বলুন। আপনার কাজের মান বাড়বে। লোকে অনেক কথাই বলবে। কান দিবেন না। শুধু এটাই মনে রাখুন সময় এবং পরিস্থিতিই জানান দিয়ে দিবে অন্যদের চাইতে আপনি কতটা সফল।

Let your success speak for itself

অন্য কারো ইচ্ছের মতো নয়, নিজের ভালো লাগার কাজটি করুন। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করুন এবং বিশ্বাস করুন যে, আপনি ব্যতিক্রমী কিছু করতে সক্ষম।

“Stop chasing the money and start chasing the passion.”– Tony Hsieh

জীবনে ভালো কিছু সব সময় দেরিতেই আসে। সাফল্য ধরা দিতে সময় নেয়। তাই বলে কখনো তাড়াহুড়ো করবেন না এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করুন। নিজের খারাপ সময়গুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। কারণ এটাই হয়ে উঠবে আপনার জন্য সফলতার গল্প। জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য হোঁচট খাওয়া একটা শিক্ষা। হোঁচট খেলে আপনার আত্মবিশ্বাসের জায়গাটি আরও শক্তিশালী হবে। কারণ আপনি জানেন আপনি আবার নিজ শক্তিতেই উঠে দাঁড়াতে পারবেন।

নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সবসময় অন্যদের কাছে আপনাকে আত্মবিশ্বাসী দেখায়। যখন কেউ নিজেকে ভালভাবে জানে, তখন সহজাতভাবে নিজের আত্মবিশ্বাসের জায়গাটি আরও বেশি মজবুত হয়ে যায়। এটি এক জাদুকরি শক্তি যা নিজের কর্মকাণ্ড এবং নিজের শক্তি-সামর্থ্যের উপর আস্থা ও বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তবে আন্তরিকতা ও নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি তা না থাকে, তবে আমরা কখনোই আমাদের কাজে সফল হতে পারব না। ভালোবাসা ও সৎ সাহস- এই দুটি জিনিস যখন বাড়ে, তখন মানুষ নিজেকে উজাড় করে দিয়ে সফলতার দিকে এগিয়ে যায়।

এ তো ছিল সফল হওয়ার কিছু উৎসাহ। তবে সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনার ত্যাগ করতে হবে। এর মধ্যে প্রথমেই আপনি অন্যকে শক্তভাবে ‘না’ বলতে শিখুন। অপছন্দের মানুষ কিংবা অসৎ মানুষদের কাছ থেকেও দূরে থাকুন। অনেকেই অন্যদের সাথে নিজেকে তুলনা করেন। ফলে কখনো অহংকারী হন, আবার কখনো হীনম্মন্যতায় ভোগেন। কিন্তু সফল মানুষেরা কখনোই সেটা করেন না। তারা তুলনা করেন, তবে অন্য কারো সাথে নয়, নিজের সাথেই। আজকের আপনি আর গতকালের আপনিকে তুলনা করুন। দেখুন গতকালের ভুল থেকে একটু হলেও এড়িয়ে আসতে পেরেছেন কিনা আপনি।

অন্যের নয়, নিজের খুঁতগুলো বের করার চেষ্টা করুন। তাহলেই সফলতা ধরা দেবে আপনার হাতে। আবার আমরা অনেকে কাজের চাপে কাছের মানুষদেরকে অবহেলা করেন। অবহেলা করেন নিজের শখ আর ভালো লাগাকেও। এতে করে আমরা সফল হচ্ছি ঠিকই, কিন্তু হারিয়ে ফেলছি প্রিয় কিছু মানুষ। কাজের পাশাপাশি সব ব্যাপারকেই গুরুত্ব দিতে শিখুন।

মনে রাখবেন- আজ যারা সফল, গতকাল তারা গতিশীল ছিলেন। আপনি যত বেশী সফল হবেন, আপনি তত বেশী সফল হতে চাইবেন, আর আপনি ততই সফল হওয়ার নতুন পথ খুঁজে পাবেন। একবার আপনি সফল হয়ে গেলে আপনার শত্রুও তখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তাই আজ থেকেই সাধনা শুরু করে দিন। একদিন সাফল্য আপনার হাতে ধরা দিবেই।

“If you really look closely, most overnight successes took a long time.”– Steve Jobs

Level 0

আমি লিমন হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর লিখেছেন ভাই।

আশা করি নিচের লিংকটাও সবার উপকারে আসবে।
http://twineer.com/A9YP

Level 0

টাকা উপার্জন এর ইচ্ছা থাকলে লেজিট সাইট হিসেবে নিচের সাইটটি বেছে নিতে পারেন
http://www.fanslave.net/ref.php?ref=716995