কেমন আছেন বন্ধুরা??? আশা করি ভাল আছেন
আজকের বিষয়ঃ ওয়া্ইফাই রাউটারে ব্লক এবং আনব্লক ইউজার
দেখে নিন কিভাবে আপনি টিপিলিংক রাউটার এ ইউজার ব্লক এবং আনব্লক
১। প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে কোন ওয়েব ব্রাউজারে যাবেন
২।এরপর এড্রেস বারে tplinkwifi.net or 192.168.0.1 টাইপ করুন
৩।তারপর যেই ইউজারকে ব্লক করতে চান ওইটার ম্যাক এড্রেস DHCP client list থেকে কপি করে নিন
৪। এরপর Wireless সেটিংএ যান।
৫। Wireless Mac Filtering এ গিয়ে এড নিউ এ ক্লিক করুন।
৬। এরপর আপনি আপনার ম্যাক এড্রেস এবং নাম দিয়ে সেভ করুন।
৭। তারপর উপরে Wireless Mac Filtering ডান পাশে Enable এ ক্লিক করুন।
৮। এখন দেখুন যেই ফোন ব্লক করতে চেয়েছেন সেই ফোনের ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছে।
৯। যদি আনব্লক করতে চান তবে আনব্লক এ ক্লিক করলেই আনব্লক হয়ে যাবে।
যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে টিউমেন্ট করে জানান সমাধান দেওয়ার চেষ্টা করবো।
আরো সহজে বুঝার জন্য আপনাদের সুবিধাথে একটি ভিডিওতে দেখিয়েছি, ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।