আসসালামুওলাইকুম, প্রিয় টেকবাসি কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়াতে আর আল্লাহর রহমতে ভালই আছি বলতে হয় কারন আল্লাহ যেমন রাখেন সেটাই ভাল। তোহ আজ আমি আপনাদের জন্য দারুন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে লিখতে যাচ্ছি তোহ চলেন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। আর প্রথমেই দুঃখ প্রকাশ করছি কারন আগের সপ্তাহে আমি কোন টিউন করতে পারি নাই অসুস্থ্যতার জন্য।যায় হোক চলেন মূল বিষয়ে চলে যায়। গান আমরা সবাই শুনি আর আপনি যদি মিউজিক লাভার হন তাহলে তহ কথাই নাই,অনেক সময় টিভি কিংবা অন্য জায়গাতে যে কোন গান শুনলে যদি ভাল লেগে যায় তাহলে আমরা আর সেটা ডাউনলোড করতে পারি না কারন হচ্ছে গানটার টাইটেল আমরা জানি নাহ তাই আর আমি আপনাদের সাথে মজার একটা এপ্স শেয়ার করতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি যেখনো গান বাংলা,হিন্দি এবং ইংলিশ মাত্র ৫ সেকেন্ডের মধ্যো খুজে বের করতে পারবেন। কাজের ফাকে ফাকে কিংবা সময় পার করতে গান না হলে চলেই নাহ।কিন্তু সমস্যা হচ্ছে মোন মত গান খুজে পাই নাহ। কি আর করার নিজে তহ আর গাইতে পারবো নাহ কারন আমরা তহ আর শিল্পী নাহ। এইবার আপনি পারবেন মনমত গান চাইলে শুনতে পারবেন। তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মাত্র ২ মিনিটের এই ভিডিওটি দেখতে হবে তাইলেই সব পারবেন
ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন আর প্লিজ প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামি টিউনে।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।