মাঝে মধ্যে বা প্রতিনিয়ত আমাদের নানান ধরনের হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন হয়, হোক কম্পিউটার কিংবা ক্যালকুলেটরে। আর ছাত্র শিক্ষক দের প্রা্য়ই লাগে সায়েন্টিফিক ক্যালকুলেটর জটিল গাণিতিক সমস্যা সমাধানের জন্য। আজকে আমরা দেখবো কিভাবে কম্পিউটারে Scientific ক্যালকুলেটর ইউজ করা যায়। তো চলুন নিচের অংশে দেখে নেওয়া যাক।
শুধ তাই নয় কম্পিউটারে যে ক্যালকুলেটর আছে। তা দিয়ে Standard, Scientific, statistics, Unit conversion ইত্যাদি সহ কয়েক ধরনের ক্যালকুলেটর কম্পিউটারে ব্যবহার করা যায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কম্পিউটারে ক্যালকুলেটর কোথায় পাবো?
সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ বাই ডিফল্ড ভাবে ক্যালকুলেটর থাকে। ক্যালকুলেটর ওপেন করার জন্য প্রথমে কম্পিউটার এর Start মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পর সেখানে সার্চ অপশন দেখা যাবে। সেই সার্চ অপশনে Calculator টাইপ করুন। টাইপ করার পর Calculator অপশন চলে আসবে। এবার Calculator ওপেন করার জন্য Calculator এ ক্লিক করুন।
উপরে যে ক্যালকুলেটরটি দেখা যাচ্ছে, সেটি মূলত Standard ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরে বিভিন্ন ধরনের সাধারন হিসাব নিকাশের কাজ করা হয়। তো চলুন দেখি এবার Scientific ক্যালকুলেটর কিভাবে বের করবো?
Scientific ক্যালকুলেটর বের করার জন্য View লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে বেশ কিছু অপশন দেখা যাবে। এবার সেখান থেকে Scientific লেখায় ক্লিক করুন। উপরের অংশে যে ক্যালকুলেটর দেখা যাচ্ছে, সেটি মূলত সায়েন্টিফিক ক্যালকুলেটর। সাধারণ ক্যালকুলেটরে যোগ, বিয়গ, গুন, ভাগ, বর্গমূল, শতাংশ অন্যন্য ফলাফল নির্ণয় করা যায়।
যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। যদি কোনো প্রকার ভূল হয়ে থাকে টিউটোরিয়ালটিতে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজ এই পর্যন্তই টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। 🙄 🙄
আমি কাজল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।