আপনার স্মার্টফোনের চার্জ বাড়িয়ে নিন ৩ থেকে ৪ দিন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।  অনেক দিন পর আবার লিখতে বসলাম।  মাঝখানে দীর্ঘবিরতি দিয়েছিলাম।  হঠাৎ টেকটিউনের প্রিয় থীম পরিবর্তন করে এমন একটা থীম দেয়া হলো যাতে অনেকের সহ আমার নিজেরও লেখার আগ্রহ কমে গেছে। তবুও এমন একটা আকর্ষণীয় বিষয় যা শেয়ার না করে পারছিনা।   তাই থীম যেমনই হোক আজ আবার লগইন করে লিখতে বসে গেলাম।  কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই।

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করবো আর তা হচ্ছে আপনি চাইলে আপনার এনড্রয়েড অথবা যেকোন স্মার্ট ফোনের চার্জ ৩ থেকে ৪ দিন বাড়িয়ে নিতে পারবেন।   আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের একটি বড় সমস্যা চার্জ সীমিত হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া।  প্রতিদিন দিন শেষে বা দিনের মাঝেই চার্জ দেয়া, রাতে সারারাত চার্জে ফেলে রাখা।  অথবা চার্জ থাকার জন্য মাথায় একটি জেনারেটর কিংবা সাথে একটি পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরা।  ওহ! আর পারা গেলো না।  এত দ্রুত চার্জ কেন শেষ হয়।

 

 

এবার আমি তেমনি একটি টিপস শেয়ার করছি, যাতে ১ দিনের চার্জ গড়িয়ে ৩ দিনে যাবে।

চলুন শুরু করি।

প্রথমে আপনার স্মার্টফোনের প্লেস্টোরে যান, সেখান থেকে Night Mode লিখে সার্চ করুন।

এপসটি ডাউনলোড করুন।   এবার ওপেন করে Night Mode অন করুন।  ব্রাইটনেট অর্থাৎ উজ্জলতা নির্ধারিত মানের চাইতে আরো কমিয়ে দিন।

রাতের বেলা যখন আপনি ঘুমাতে গিয়ে ব্রাউজ করেন তখন আরো কম আলোতেও আপনি সেটা করতে পারেন, এই এপসটি আপনাকে সহায়তা করবে।

আপনার ফোনের ব্রাইটনেস কমানোর পরও আরো কমাতে পারবেন এই এপস দিয়ে, ফলে আপনার চোখের কোন ক্ষতিও হবেনা।

নিশ্চিন্তে ব্রাউজ করে যেতে পারবেন ২ থেকে ৩ দিন পর্যন্ত।  সারারাত কাজ করার পরও সকালে উঠে দেখবেন চার্জ কমেছে মাত্র ৫ থেকে ১০%

 

প্রসেসটি বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে শিখে নিতে পারেন...

ধন্যবাদ সবাইকে।

ভালো থাকবেন সবাই।

আমার পেইজ

আমার ব্লগ

 

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস