উইন্ডোজ এক্সপিতে পাসওয়ার্ড দিন কঠিনভাবে

অপারেটিং সিস্টেম হিসেবে আমরা সাধারণত উইন্ডোজই বেশি ব্যবহার করি। কম্পিউটারে যাতে অন্য ব্যবহারকারী ব্যবহার করতে না পারে সে জন্য আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজ এক্সপিতে আমরা সাধারণত ইউজার পাসওয়ার্ড দিয়ে থাকি। এই ইউজার একাউন্টে যে পাসওয়ার্ড দিয়ে থাকি তা অত্যান্ত সহজেই ভাঙা যায়। তাই এই পাসওয়ার্ড আমাদের জন্য নিরাপদ নয়। অন্য দিকে বায়োসে পাসওয়ার্ড দিলে তাও ভাঙা যায়। ফলে এটিও নিরাপত্তা নিশ্চিত করে না। তাই এর থেকেও আরও কঠিন পাসওয়ার্ড দেয়া উচিত। এর জন্য উইন্ডোজ আপনাদের জন্য দিয়েছে আরো নিরাপত্তা পাসওয়ার্ড যা লগঅন স্ক্রিনে আসার আগেই সেট করা থাকে। যাক এবার কাজে আসি....

লগঅনের পূর্বে পাসওয়ার্ড দিতে

১. স্টার্ট মেনু থেকে রানে যান (Start >>>Run)।

২. রানে লিখুন syskey এবং এন্টার দিন।

৩. তাহলে Security the Windows Account Database নামে একটি ডায়লগ বক্স আপনার সামনে আসবে।

৪. এখানে Encryption Enabled নির্বাচিত রেখে Update ক্লিক করুন।

৫. তাহলে Startup key নামে আরেকটি ডায়লগ বক্স আসবে।

৬. এবার Password Startup নির্বাচন করুন।

৭. Password বক্সে পাসওয়ার্ড এবং Confirm বক্সে আবার পাসওয়ার্ড লিখুন।

৮. এবার OK করুন, তাহলে আপনাকে নিশ্চতকরণ বার্তা দিবে।

এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন তা অবশ্যই মনে রাখবেন। এখন থেকে কম্পিউটার চালু করলেই স্টার্টআপ পাসওয়ার্ড বক্স আসবে। উক্ত বক্সে আপনার পাসওয়ার্ডটি টাইপ করে এন্টার দিন। তাহলেই লগঅন স্কিন আসবে। নতুবা আপনি লগঅন স্ক্রিণের দেখা পাবেন না। যা মোটেই আপনার জন্য সুখকর নয়। যাক এই পাসওয়ার্ড সহজে ভাঙা যায় না। তাই আমি এটি আপনাদের জন্য দিলাম। ভাল থাকবেন।

ভাল লাগলে মন্তব্য করতে চেষ্টা করবেন...........

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অন্য কারো মনে হয় ভালো লাগে নাই।

আমার লাগলো। তাই মন্তব্য করলাম।

    Level 0

    ধন্যবাদ আপনাকে

same to you

    Level 0

    মানে কি?

Level 0

ভালো লাগলো ।পাস ওয়ার্ড হতে স্বাভাবিক অবস্থায় আসবো কিভাবে ?

    Level 0

    যেভাবে পাসওয়ার্ড দিয়েছেন সেই ভা্বে যান। তারপর পাসওয়ার্ডের ঘরের পাসওয়ার্ডগুলো মুছে দিয়ে OK করে বেরিয়ে আসুন তাহলে আর স্টার্টআপ পাসওয়ার্ড আসবে না। আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য………

Level 0

টিউনটির জন্যে ধন্যবাদ।

সুন্দর টিপস ধন্যবাদ শেয়ার করার জন্য।

দারুণ তো! থ্যাংকস!

    নতুন পন্ডিত (ইমরান) ভাই, আপনাকেও ধন্যবাদ। আর থ্যাংকস বানান Thanks……. OK fine

Thank’s vai….
Aro ki new chai//..

    নতুন পাই্লে আপনাদের জানাব, ধন্যবাদ

Level New

vahi ata aro 2 year aga jani . noto keso thakla dan.

toba aponer tune ta aro sondar hot jode pic ar satha detan