ইমেইল ফরওয়ার্ড কি ? কিভাবে ইমেইল ফরওয়ার্ড করবেন এবং এর সুবিধা | How to Forward Email

ইমেইল ফরওয়ার্ড কি ?

ইমেইল ফরওয়ার্ড হচ্ছে  এক বা একাধিক ইমেইলকে  একটি  ইমেইল এর সাথে যুক্ত করা !!

আমরা কেন ইমেইল ফরওয়ার্ড  করব বা এর সবিধাঃ-

এর বিভিন্ন কারন থাকতে পারে। এর মধ্যে উল্লেখযুজ্ঞ কয়েকটি নিচে দেয়া হলঃ-

  • যদি আপনার কাছে এক বা একাধিক ইমেইল তাহলে বার বার লগ ইন করে অনেক সময় বিরক্তি লাগে।আর সব গুলো ইমেইলকে যদি একটি ইমেইল এর সাথে যুক্ত করেন তাহলে আপনাকে আর সব গুলো ইমেইল লগ ইন করতে হবে না।
  • তাতে  একটি ইমেইল একাউন্টে একবার লগিন করেই (আপনার জিমেইল একাউন্ট) সব ইমেইল ম্যাসেজগুলো একবারে পেয়ে যাবেন। একাধিক একাউন্টে প্রবেশ করা ও বাহির হওয়ার প্রয়োজন হবে না।
  • ভুলে যাওয়া পাসওয়ার্ড ঠিক করতে যেই সময় নষ্ট হয় তা থেকে বাঁচা যাবে। আপনাকে শুধুমাত্র একটি পাসওয়ার্ড মনে রাখলেই হবে।
  • এমনকি আপনি যদি অন্য ইমেইল থেকে ম্যাসেজ পাঠাতে চান, তবুও আপনার লগ আউট করার প্রয়োজন হবে না। জিমেইল থেকেই আপনি আপনার পছন্দমত ইমেইল একাউণ্ট ব্যবহার করে ম্যাসেজ পাঠাতে পারবেন।
  • এজন্য আপনার অন্যান্য মেইলবক্সগুলো জিমেইলে সংগঠিত করে রাখুন। একটি জিমেইল ফিল্টার ব্যবহার করে কোন বার্তা কোন ইমেইলে যাবে, তা দেখতে পাবেন।

এখন আসুন কিভাবে ইমেইল ফরওয়ার্ড করবেনঃ-

আপনাদের সুবিধার জন্য নিচের ভিডিওতে Practically  দেখিয়ে দেয়া হয়েছে। ভিডিওটি ভালভাবে দেখুন বোঝতে পারবেন কিভাবে ইমেইল ফরওয়ার্ড করবেন

facebook এ আমাদের সাথে থাকতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ

https://www.facebook.com/technicalrobin7/

Level 0

আমি মোঃ রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a techtuner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস