আসসালামুওলাইকুম কেমন আছেন সবাই? কথা না বাড়িয়ে সরাসরই চলুন আজকের টিউন শুরু করা যাক। ইউটিউব বর্তমানে সব চেয়ে জনপ্রিয় সাইট হয়ে দাঁড়িয়েছে কারণটা মনে হয় আমার আর নতুন করে বলা লাগবে না। হ্যাঁ কারন একটাই সেটা ইউটিউবের মাধ্যমে সবাই সবার ট্যলেন্টকে বিশ্বের সামনে তুলে ধরছে আর সাথে সাথে ইনকামও করার সুযোগ পাচ্ছে কিন্তু ছোট ছোট ইউটিউবারদের একটাই প্রবলেম সেটা হল ভিউ না পাওয়া এর পিছনে অনেক কারন থাকলেও আমি মনে করি যে, ভিউ না পাওয়ার মেইন প্রবলেম হচ্ছে কন্টেনের কোয়ালিটি ভাল না হওয়া আর তার জন্য দায়ি গ্রাফিক্স মোটামুটি হলেও ভাল সাউন্ড কোয়ালিটি না হওয়ার জন্য ভিডিওটা প্রোফেশনাল হয় নাহ আর অর্নিং এর আগে মাইক্রোফোনের পিছনে ইনভেষ্ট করাটা নতুন ইউটিউবারদের কাছে অনেক বড় সমস্যা আর তার জন্যই আমার আজকের টিউন।তাই আমি আজ আপনাদের কে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড দিয়েই হাই কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারবেন।আসলে এত সুন্দর সাউন্ড সেটা না শুনতে বুঝবেন নাহ।আপনারা মতে করছেন যে আমি বাড়িয়ে বড়িয়ে বলছি ? বিশ্বাস না হলে চলেন এই মাইক্রোফোনটা নিয়ে মাতব্বারি করা শুরু করে দেই আর ভিডিও থেকে লাইভ সব কিছু নিজের চোখে দেখি + শুনি!
অ্যান্ড্রয়েডের মাইক্রোফন দিয়ে যাযা করতে পারবেনঃ
১। হাই-ডেফিনেশন সাউন্ড কোয়ালিটিতে রেকর্ড করতে পারবেন।
২। ওয়্যারলেস মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারবেন।
৩। ব্লুটুথ মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারবেন।
৪।ওয়্যার মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারবেন।
এক কথাই সব থেকে ভাল সাউন্ড জিরো কোস্ট এ।
যেভাবে যা করবেনঃ
মাত্র দুই মিনিটে দেখে নিন উপরের ভিডিওটা নিজের কানে শুনুন সাউন্ড কোয়ালিটি + নিজের চোখে দেখুন কীভাবে বানাবেন সেই অ্যান্ড্রয়েড মাইক্রোফোন।
ধন্যবাদ সবাইকে।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।