একা থাকার ১০টি কারণে আপনার জন্য ভালো কাজে লাগবে

চাকরির খবর পেতে ভিজিট করুন ঃ BDJOBSNEWS.NET 

পৃথিবীর সকল সম্পর্কই নিখুঁত নয়। প্রত্যেক সম্পর্কেরই কোন না কোন দুর্বল অবস্থান থাকে। এমতাবস্থায় কিছু কিছু সম্পর্কের ইতিও টানতে হয় কোন উপায় না পেয়ে। সম্পর্ক শেষ করে দেওয়ার পর মানুষের মনে হতে থাকে যে তার জীবন শেষ, ভালোবাসা তার জন্য নয় কিংবা তার ভাগ্যে এমনটিই লেখা ছিলো। চারপাশে হাসিখুশি জুটি দেখতে দেখতে অনেকের জীবন যেন অমাবস্যায় ছেয়ে যায়!

তবে যত যাই হোক, বাস্তবিক অর্থে কোন ওয়াদাবদ্ধ সম্পর্কে অবস্থান করার চাইতে একাকী থাকার মাঝেই এক ধরনের স্বাধীনতা ও আত্মবিশ্বাস কাজ করে। নিশ্চয়ই শুনে বেশ অবাক হচ্ছেন? তাহলে পুরো ব্যাপারটা খোলাসা করে জেনে আসা যাক-

নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারেন

একাকী থাকা মানেই অফুরন্ত নির্ভেজাল সময় পাচ্ছেন আপনি হাতে। সুতরাং, এ সময়টুকুন খুব ভালোমত কাজে লাগান। নিজের আকাঙ্ক্ষিত শারীরিক গঠনে ফিরে যাওয়ার কাজে নেমে পড়তে পারেন, অনেকদিন ধরে চাচ্ছেন এমন কিছু শিখে ফেলুন, স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করা শুরু করুন। একাকী থাকা অবস্থায় যে কাজটি কখনো করবেন না সেটি হলো, ঘরে বসে অলস সময় কাটাবেন না। এতে করে আপনার মনে হতাশা ও ক্লান্তি তৈরি হবে। ঘরের বাইরে বের হোন এবং নিজেকে গড়ে তোলার প্রচেষ্টায় নামুন।

যখন যেটি ইচ্ছা হয় করুন

একটু ভেবে দেখুন, আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন ঘন ‘চেক ইন’ দিতে হবেনা যে আমি অমুক জায়গায় আছি, এটা করছি কিংবা ওটা খাচ্ছি। একদম নিজের শান্তি ও স্বস্তি মত যখনই যেই কাজটা করতে ইচ্ছা হয়, করে ফেলুন।

বন্ধুদের সময় দিন

অনেকেই ভালোবাসার মানুষের জন্য নিজের শৈশবের কিংবা খুব কাছের বন্ধুদের বেশ এড়িয়ে চলেন। এতে করে বেশ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটি কিন্তু একাকী মানুষদের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। বন্ধুদের সঙ্গে দূরে অথবা কাছেপিঠে কোথাও বেরিয়ে আসুন। বাইরে যেতে ইচ্ছে না করলে বাসায় সবাইকে নিমন্ত্রণ করুন। দেখবেন খুব ভালো কিছু সময় কাটবে।

নতুন কোন শখ তৈরি করুন

নিত্যনৈমিত্তিক ব্যস্ততা ও সময়ের অভাবে প্রিয় কোন শখ ফেলে রেখেছেন? একটু অবসর পেলেই আবার নতুন করে চর্চা শুরু করুন সেটির। নতুন কোন ভাষা শিখুন, আঁকাআঁকি, লেখালিখি কিংবা কোন বাদ্যযন্ত্র বাজানো শিখুন। আপনি চাইলে নতুন কোন ধরনের ব্যায়াম ও চর্চা করতে পারেন। এতে শরীরের সঙ্গে মন ও ভালো থাকবে।

নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হোন

যেহেতু আপনি কোন প্রতিজ্ঞাবদ্ধ সম্পর্কে নেই সেক্ষেত্রে আপনি নতুন কিছু মানুষের সঙ্গে দেখা করতে পারেন এবং বন্ধুত্ব করতে পারেন। খুব বেশি গভীরতার প্রয়োজন নেই, বরং একসাথে রাতের খাবার খেতে এবং ঘুরতে পারেন। আন্তরিকতা বাড়বে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা না আসা 

সম্পর্কে অবস্থানকালে আপনি ইচ্ছামতন অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় টিউন করতে পারেন না, অনেক ধরনের সীমাবদ্ধতা কাজ করে। কিন্তু একা থাকলে আপনি আপনার মূল্যবোধ, নীতি ও আদর্শ যেকোন ব্যাপারে টিউন করতে পারবেন। কেউ আপনাকে বিচার করতে আসবে না।

মূল্যবান সময় ফোনে ব্যয় না করে নিজেকে দিন

একটি সম্পর্কে আপনি যখন অবস্থান করেন তখন অনেকটা সময় ফোনে ব্যয় হয়ে যায়। এ সময়গুলো এবার ফোনে কিংবা সোশ্যাল মিডিয়াতে অপচয় না করে নিজের প্রতি বিনিয়োগ করুন। ভালো বই পড়ুন, গান শুনুন, ছবি আঁকুন, রান্না করুন কিংবা যা করতে ইচ্ছে হয় করুন।

জোরপূর্বক সম্পর্ককে ‘না’ বলুন

যেকোন সম্পর্কে অবস্থানকালে আপনি শুধুমাত্র সে পুরুষ কিংবা নারীর সঙ্গে নয়, তার পুরো পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। পছন্দ না হলেও মেনে নিতে হচ্ছে আপনাকে অনেক কিছু। এবার আর এগুলো নয়। নিজের পরিপূর্ণ ইচ্ছের বিরুদ্ধে কোন কাজ করবেন না। এতে করে আর কাউকে নয়, নিজেকেই ছোট করা হয়।

টাকা জমান

ভালোবাসার সম্পর্কে অযথাই অনেক অর্থ ব্যয় করেন আপনি। প্রয়োজনে হোক আর প্রদর্শনের জন্যেই হোক, কারণে অকারণে আপনি টাকা খরচ করেন। এর চেয়ে বরং ভবিষ্যতে কিছু করার জন্য টাকা জমান, আপনারই কাজে আসবে।

এখন নিজেই চিন্তা করে দেখুন, ধ্বংসাত্মক কোন সম্পর্কে জোরপূর্বক অবস্থান করবেন নাকি স্বাধীনমত বের হয়ে এসে নিজের মত করে পৃথিবী গড়বেন? জীবন কিন্তু একটাই। সুতরাং, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

Level 0

আমি মো রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস