রেজিষ্ট্রি এডিটর উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ ফাইল। কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দেখা যায় রেজিষ্ট্রি এডিটর আর খুলতে চায় না। ভাইরাস কম্পিউটার প্রবেশ করে রেজিষ্ট্রি এডিটর নিষ্ক্রিয় বা ডিজেবল করে দেয়। এই সময় রেজিষ্ট্রি এডিটর খুলতে গেলে Registry Edition has been disable by your administer ম্যাসেজ আসে। ফলে আমরা রেজিষ্ট্রি এডিটরে কাজ করতে পারি না। এখন প্রশ্ন হল কীভাবে রেজিষ্ট্রি এডিটর সক্রিয় বা এনাবল করতে পারি। খুবই সহজ পদ্ধতি। দেখুন তাহলে....
১. স্টার্ট মেনু থেকে রান এ ক্লিক করুন (Start Menu >>> Run)।
২. Gpedit.msc লিখে এন্টার করুন। গুপ পলেসি এডিটর খুলবে।
৩. এখান থেকে User Configuration >>> Administrative Templates >>> System এ যান।
৪. এখানে Prevent access to registry editing tools এর উপর দু’বার ক্লিক করুন।
৫. ডায়লগ বক্সে দেখুন যদি Enable থাকে তাহলে Disable এবং নিচের দিকে Not Configured থাকলে Enable করুন।
৬. এবার Apple ও ok করে গুপ পলেসি বন্ধ করুন।
এখন দেখুন রেজিষ্ট্রি এডিটর খুলছে।
মন্তব্য করতে চেষ্টা করুন...............
আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্টার্টে রান নেই 😉 এখন কি করব?