এস.এম.এস পাঠান বিশ্বের যেকোনো ফোন নাম্বারে তাও আবার একদম ফ্রী (মেগাটিউন)

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

এক সময় এস.এম.এস খুব জনপ্রিয় থাকলেও এখন ফোন এর এস.এম.এস অপশনটি কেউ ব্যবহার করে না বললেই চলে। তবে তারপরেও নানা কারণে আমাদের বিভিন্ন জনকে এস.এম.এস পাঠাতে হয়। যেমন কার ফোন যদি পুরানো আমলের অর্থাৎ বাটন ওয়ালা ফোন হয় তবে তাকে তো আর ফেসবুক বা ভাইবার এ ম্যাসেজ দেয়া যাবে না। তাকে এস.এম.এস ই দিতে হবে। ইন্টারনেট এর দাম এবং ফোন কথা বলার রেট কমলেও এস.এম.এস পাঠানোর রেট কমে নি। তাই একটি এস.এম.এস পাঠাতে একটু বেশিই খরচ হয়।

তাই আমি এই টিউনে আমি আপনাদের সাথে এমন ১০টি ওয়েবসাইট এর পরিচয় করিয়ে দিব যেগুলো ব্যবহার করে আপনি ইন্টারনেট এর মাধ্যমে ফ্রী যে কারো ফোন নাম্বারে ম্যাসেজ পাঠাতে পারবেন। ধরুন আপনি কোথাও গেলেন কিন্তু আপনার কাছে ফোন নেই, বা বাসায় ভুলে রেখে এসেছেন তখন আপনি ইন্টারনেট আর একটু কম্পিউটার ব্যবহার করেই এস.এম.এস পাঠাতে পারবেন যে কাউকে। আর এই এস.এম.এস পাঠাতে আপনার কোন টাকা লাগবে না। তো চলুন ওয়েবসাইটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

টেক্সট টুডে(Txt2Day)

এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি পৃথিবীর যে কারো ফোন নাম্বারে ম্যাসেজ পাঠাতে পারবেন। তাও আবার বিনা মূল্যে। এস.এম.এস পাঠানোর পর যদি সে আপনার এস.এম.এস এর রিপ্লাই দেয় তবে সেই রিপ্লাই আপনি আপনার ইমেইল অ্যাড্রেসে পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইট এর এস.এম.এস সার্ভিসটি ব্যবহার করতে আপনাকে কোন রেজিস্ট্রেশন করতে হবে না। এছাড়াও আপনি যত ইচ্ছা তত গুলো এস.এম.এস পাঠাতে পারবেন। তবে ম্যাসেজে মাত্র ১৪০টি অক্ষর থাকতে পারবে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

২৪ এস.এম.এস(24SMS)

ফ্রী এস.এম.এস পাঠানোর জন্য এই ওয়েবসাইটটি কাজের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট এর ইন্টারফেস অনেক সহজ। এছাড়াও আপনি যদি পাঠানো ম্যাসেজ এর রিপ্লাই চান তবে আপনি আপনার ফোন নাম্বারটি দিতে পারেন। এতে আপনি যাকে ম্যাসেজ দিয়েছেন সে যদি রিপ্লাই দেয় তবে ওয়েবসাইট আপনার ফোন নাম্বারে সেই রিপ্লাই পাঠিয়ে দিবে। এছাড়াও এই ওয়েবসাইটটির আন্ড্রয়েড এবং আই.ও.এস অ্যাপ আছে। এই ওয়েবসাইট এর সার্ভিসটি ব্যবহার করতে আপনার কোন রেজিস্ট্রেশন লাগবে না। ম্যাসেজ পাঠানোর কোন লিমিট নেই। তবে ম্যাসেজ এ শুধু মাত্র ১৬০ অক্ষর থাকতে পারবে।

আন্ড্রয়েড এর জন্য অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

টেক্সট ড্রপ(TxtDrop)

এস.এম.এস পাঠানোর জন্য আরেকটি ভাল ওয়েবসাইট হল টেক্সট ড্রপ। এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি যত ইচ্ছা তত এস.এম.এস সেন্ড করতে পারবেন। তবে এস.এম.এস এ শুধু মাত্র ১২০টি অক্ষর থাকতে পারবে। এছাড়াও বিশ্বের প্রায় সব মোবাইল অপারেটরের সিমে এই ওয়েবসাইট এর মাধ্যমে এস.এম.এস দেয়া যাবে। এবং ইমেইল আইডি দিলে ইমেইল এর মাধ্যমে এস.এম.এস এর রিপ্লাই আসলে তা জানিয়ে দিবে এই ওয়েবসাইট।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

ওপেন টেক্সটিং অনলাইন(Open Texting Online)

বিশ্বের ৬৪টি দেশে এই ওয়েবসাইট এর মাধ্যমে ফ্রীতে এস.এম.এস পাঠানো যাবে। এস.এম.এস পাঠানোর কোন লিমিট নেই। তাই যত খুশি আপনি যে কাউকে ম্যাসেজ পাঠাতে পারবেন। এছাড়াও ইমেইল এর মাধ্যমে রিপ্লাই জেনে নেওয়ার সিস্টেমও এই ওয়েবসাইটে আছে। কোন রেজিস্ট্রেশন ছাড়াই আপনি এই ওয়েবসাইট এ ফ্রী সার্ভিসটি গ্রহণ করতে পারবেন।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

টেক্সট ফর ফ্রী(Text For Free)

এস.এম.এস পাঠানোর জন্য এই ওয়েবসাইটও একটি ভাল ওয়েবসাইট। তবে আপনি এই ওয়েবসাইটে চাইলে আপনার ম্যাসেজ এর সাথে একটি সাবজেক্ট জুরে দিতে পারেন ইমেইল এর মত। এবং এই ওয়েবসাইট ব্যবহার করতে কোন রেজিস্ট্রেশন লাগবে না। তবে এই ওয়েবসাইট ব্যবহার করে শুধু মাত্র ইউ.এস এর ফোন নাম্বারে  এস.এম.এস পাঠানো যাবে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

সেন্ড এনোনিমাস এস.এম.এস(Send Anonymous SMS)

আপনি যদি আপনার ফোন নাম্বার গোপন রেখে কাউকে এস.এম.এস পাঠাতে চান তবে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। কারণ এখানে আপনি ফোন নাম্বার গোপন রাখাতে পারবেন। সাথে চাইলে ভুল নাম্বারও দিতে পারবেন। কোন প্রকার রেজিস্ট্রেশন ছারাও আপনি ২১৪টি দেশে ফ্রী এস.এম.এস পাঠাতে পারবেন। তবে ম্যাসেজটি অবশ্যই ১৪৫ অক্ষর এর মধ্যে হতে হবে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

TxtEmNow

পরিচয় গোপন রেখে ম্যাসেজ পাঠানোর জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এবং এখানে আপনি ৩০০ অক্ষরের ভিতরে ম্যাসেজ পাঠাতে পারবেন। এস.এম.এস পাঠানোর কোন লিমিট নেই। আর প্রায় সব দেশের ফোন নাম্বারেই এস.এম.এস পাঠানো সম্ভব এই ওয়েবসাইট এর মাধ্যমে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

এস.এম.এস যিনি(SMS Genie)

এস.এম.এস পাঠানোর জন্য অন্যতম সেরা একটি সার্ভিস হল এস.এম.এস যিনি। আপনার ফোন ব্যবহার করেই আপনি যে কাউকে ফ্রীতে এস.এম.এস পাঠাতে পারবেন। তবে ফ্রী পাঠাতে চাইলে প্রতি মাসে ১০০টী এস.এম.এস পাঠাতে পারবেন। তবে মাসে ৫ ইউ.এস ডলার এর মাধ্যমে আপনি ২০০০ এস.এম.এস সেন্ড ও রিসিভ করতে পারবেন। এছাড়াও কি কি ম্যাসেজ পাঠালেন তা দেখতে পারবেন। এবং পুরাতন এস.এম.এস দেখতে পারবেন। তবে এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

TxtEm

ফ্রীতে শুধু ইউ.এস এ তে এস.এম.এস পাঠানো গেলেও এই ওয়েবসাইট আপনাকে কিছু ইউনিক ফিচার দিবে। যেমন আপনি যদি কাউকে ম্যাসেজ পাঠান আর সে যদি সেই ম্যাসেজ এর রিপ্লাই দেয় তবে তা আপনি সরাসরি এই ওয়েবসাইট এই দেখতে পারবেন। এছাড়াও ইমেইল অ্যাড্রেস এর মাধ্যমেও রিপ্লাই জানা সম্ভব। তবে এস.এম.এস এর পাশাপাশি এই ওয়েবসাইট এর মাধ্যমে এম.এম.এস ও পাঠানো সম্ভব। রেজিস্ট্রেশন ছাড়াই এই ওয়েবসাইট ব্যবহার করা যায়। তবে রেজিস্ট্রেশন করলে কিছু বাড়তি ফিচার পাওয়া যাবে। এস.এম.এস পাঠানোর কোন লিমিট নেই। তাই যত ইচ্ছা তত ম্যাসেজ পাঠানো যাবে। তবে ম্যাসেজটি অবশ্যই ১৫৫ অক্ষর এর মধ্যে হতে হবে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

সেন্ড এস.এম.এস নাউ(Send SMS Now)

ফ্রীতে এস.এম.এস পাঠানোর পাশাপাশি এই ওয়েবসাইট এর মাধ্যমে এস.এম.এস এর উত্তরও গ্রহণ করা যাবে। এছাড়াও ম্যাসেজ এর হিস্টোরিও দেখা যাবে। তবে বিশেষ কিছু ফিচার গ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এস.এম.এস পাঠানোর কোন লিমিট না থাকলেও ম্যাসেজটি অবশ্যই ১৩০টি অক্ষরের ভিতরে হতে হবে। প্রায় ৩৪ দেশের যেকোনো ফোন নাম্বারে ফ্রীতে ম্যাসেজ পাঠানো যাবে এই ওয়েবসাইট এর মাধ্যমে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

আশা করি আপনিও এখন ফ্রীতে যে কাউকে এস.এম.এস পাঠাতে পারবেন। টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি কেমন লাগলো তা টিউমেন্ট করে অবশ্যই জানাবেন।

 

 

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস