কোন কারণ বশতঃ যদি আপনার ব্যবহার করা উইন্ডোজের ফাইল নষ্ট হয়ে যায় তখন?

আমাদের মধ্যে বেশির ভাগ ব্যবহারকারীই উইন্ডোজ এক্সপি ব্যবহার করে। আর উইন্ডোজ ইনস্টল করার ফলে উইন্ডোজের বিভিন্ন ফাইল সমূহ ইনস্টল হয়। এই ফাইল গুলো (যেমনঃ .sys, .dll) যদি কোন কারণ বশতঃ মুছে যায় তখন কী করবেন? এক্ষেত্রে আপনাকে বেশ বিপাকে পড়তে হয়, তখন আপনাকে উইন্ডোজ ইন্সটল বা রিপেয়ার করতে হয় এছাড়া আপনার কোন পথ নেই। ফাইল মুছে গেলে কম্পিউটার আর চালু হয় না, কালো পর্দার উপরে This file is missing এধরনে লেখা এবং মিসিং ফাইলের পাথ দেখা যায়।

যাক এখন আসি মিসিং ফাইলকে নিয়ে কি করা যায়? আপনার কাছে যদি উইন্ডোজ এক্সপির লাইভ সিডি থাকে তাহলে কোন চিন্তাই নেই। এবার আসেন কাজে... প্রথমে লাইভ সিডিটি সিডি রমে প্রবেশ করিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন এবং লাইভ সিডি দিয়ে কম্পিউটার বুট করান। এবার সিডির I386 ফোল্ডারে যান ও মিসিং ফাইলটি কপি করে C:\Windows (যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ ফোল্ডারে থাকে) ফোল্ডারে পেষ্ট করুন। এবার কম্পিউটার রিস্টার্ট দিন ও সিডি খুলে ফেলুন। দেখুন কম্পিউটার আগের মতো ওপেন হচ্ছে।

সবাইকে ধন্যবাদ। ভাল বা খারপ লাগলে মন্তব্য করবেন..........

Level 0

আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইডিয়াটা ভাল লাগল না। এর থেকে হাজার সস্তা ১০০% গারান্টি রিপেয়ার ডিস্ক। আপনার পদ্ধতিতে বিপরীত হোয়ার আশঙ্কাই বেশি। এতে হার্ডয়ারও ক্ষতি গ্রস্থ হতে পারে।

    ও আরেকটা কথা এতদিন যেসব কারনে আমি রিপেয়ার করেছি। সেগুলো কক্ষনোই এভাবে ঠিক হতোনা।

প্রথমে টিটিতে আপনাকে স্বাগতম জানাই, আমরা ভাই আপনার কাছে ভাল ভাল পোষ্ট আশা করি কিন্তু এই ধরনের পোষ্ট করে আপনার অবস্থান তৈ্রির আগেই নষ্ট করবেন না…………………ধন্যবাদ

    Level 0

    বুঝলাম না…

আচ্ছা উপরোক্ত নিয়মে কাজ করলে কি সমস্যা হবে,কেউ বিস্তারিত বলবেন কি।

আপনার পদ্ধতিটি ঠিক আছে, কিন্তু Critical System Error এর কারণে যদি আপনার ফাইল damage হয় তাহলে এই পন্থায় কাজ হবেনা. যাই হোক, TT তে আপনাকে স্বাগতম.

    Level 0

    ধন্যবাদ………