উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হল ভাইরাস। প্রায় কম্পিউটারে এন্টিভাইরাস আছে, কিন্তু আপনি কি জানেন আপনার এন্টিভাইরাসটি কাজ করছে কিনা? প্রায় ব্যবহারকারী জানেন না তাদের এন্টিভাইরাসটি কাজ করে কিনা? আপনি ইচ্ছা করলে একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন এন্টিভাইরাসের কার্যকারীতা। এর জন্য জটপট নোটপ্যাড খুলে নিচের কোডটি কপি করে Back4uvirus.bat লিখে সেভ করুন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
এবার এন্টিভাইরাস দ্বারা ফাইলটি স্ক্যান করে দেখুন স্ক্যান করে ভাইরাস হিসেবে সনাক্ত করে কিনা। যদি ধরে তবে এন্টিভাইরাস সচল আছে, না হল এটি সঠিকভাবে কাজ করে না।
কমেন্ট প্লিজ......
আমি The House of The Dead। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার এন্টিভাইরাস কাজ করে।।।।।।।।।