যে কোন ফোল্ডার/ভিডিও/অডিও/যেকোন ফাইল হাইড করুন বা লুকিয়ে রাখুন মাত্র ২ মিনিটে।

হ্যালো টিউনার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালই আছেন

আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোন ফোল্ডার/ফাইল/অডিও/ভিডিও লুকিয়ে রাখবেন বা হাইড করে রাখবেন। আমার আগের টিউন গুলো তে কোন না কোন  apps install করা লাগত।আজকে আমি আপনাদেরকে যে tune দিব তাতে কোন অ্যাপস ইনস্টল করা লাগবে না। অনেকে অডিও ভিডিও ফাইল লুকিয়ে রাখার জন্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন। কিন্তু  আপনি যদি এই অ্যাপস গুলো ব্যবহার করেন তাহললে কেউ যদি আপনার মোবাইল ধরে তাহলে সে আপনাকে   সন্দেহ করবে বা সে ভাবতে পারে আপনার মোবাইলে হয়ত খারাপ কোন ভিডিও আছে। অথচ আপনার মোবাইলে খারাপ কোন ভিডিও কিন্তু যা আছে তা আপনার পারসোনাল। তো এই সব অ্যাপস ব্যবহার করে শুধু শুধু আরেক জনের সন্দেহের চোখে পড়ার দরকার কি তার পরিবর্তে আপনি যদি আমার টিউন ফলো করেন তাহলে কারো সন্দেহে চোখে পড়া লাগবে না। তো কাজের কথায় আসি। আমি আগের টিউনেও বলসি এখনও বলসি আমি লিখে কোন টিউন সুন্দর ভাবে বুজিয়ে দিতে পারি না তাই আপনাকে কষ্ট ভিডিও টি দেখতে হবে। আর যারা নেটের অভাবের কারনে ভিডিও দেখতে পারবেন্না দয়া করে তারা রাগ করবেন্না। টেকটিউনের সাথেই থাকুন।

Level 1

আমি মাহমুদুল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস