সর্বপ্রথম টিউন। হুম একটু উৎফুল্ল একটু কৌতূহলী আরও একটু আচ্ছা বাদ। যা বলতে এলাম তাই বলা যাক,
সবার কাছে নিজেদের পারসোনাল মোবাইল আছে। কার কাছে নেই? আসলেই তাই। বেশি জান্তা কম জান্তা সবার কাছেই Android এখন। নিজের মতো করে wallpaper টা সাজানো শুরু করে Customized Font ও আমরা ব্যবহার করি। নিত্যদিনের সাথী। না মানে অন্য কিছু বুঝাই নি। সে যাই হোক তো এই সাথীর দেখা শোনা করাটাও কিন্ত আমাদেরই দায়িত্ব। তা না হলে ভুল আর মাশুল দুটোই হতে বাধ্য।
না শাসন করছি না। বলছি। তো আজকে বলছি আপনার Android Device টি যদি কোন কারণে হারিয়ে যায় তাহলে করার মতো কি আছে। এখন হারানো তো আমরা বলতে পারবো না আগে থেকে কবে হবে। আদর্শ বাণী হলো, সবাই সতর্ক থাকেন। বাকিটা ভাগ্য এর উপর।
তো কোন কারণে হারিয়ে গেলে প্রথমত আইনী ব্যবস্থা নিতেই পারেন। আরেকটা কাজ আছে সেটা হলো Remotely আপনার Device টা Lock অথবা Erase করে দিতে পারেন। নিশ্চয়ই চাইবেন না ব্যক্তিগত কোনো কিছু যাতে অন্য কারও হাতে না যায়। তো এর জন্য আপনার ঐ Device এ অবশ্যই Google এর সাথে কানেক্টেড থাকতে হবে এবং Google Settings এর Find My Device এর সুবিধাটা আগে থেকেই On করা থাকতে হবে ঐ মোবাইলে। এই সুবিধাটা Built In ই দেওয়া থাকবে।
এরপর অন্য কোন Device থেকে https://android.com/find এই link এ গিয়ে email এবং Password দিয়ে আপনার Google Account এ Log In করুন যেটা ঐ হারিয়ে যাওয়া মোবাইলে Log In করা ছিল। পরবর্তী Page এ গেলে বুঝে যাবেন কি করা যাবে আর কি করা লাগবে। ভাগ্য ভালো হলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল এর Location ও বের করে ফেলতে পারবেন। তবে তার জন্য ঐ মোবাইলে Location এর Service টা চালু থাকা লাগে। সেটা হোক না হোক, আপনার হারিয়ে যাওয়া মোবাইলে যদি কেউ যখনই Data Connection On করবে তাহলেই Lock এবং Erase হয়ে যাবে।
কিছু না করার চেয়ে কিছু করে রাখা তো অবশ্যই ভালো। তাই না? হ্যা একেবারে Full Proof Plan হয়ত না। তবে সবচেয়ে ভালো এটাই। আরেকটা কথা বলে দিই। একটা Application ও আছে Google Play Store এ। Find My Device নামে। একই কাজ করে। নামিয়ে দেখতে পারেন।
আপাতত আসি। ভুল হলে জানাবেন। ভালো লাগলে পরবর্তীতে আপনাদের চাহিদাও বলতে পারেন। চেষ্টা থাকবে প্রদান করার। ধন্যবাদ।
আমি নিয়াজ সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ