১২ টি সেরা ফ্রী অডিও এডিটিং সফটওয়্যার যা আপনি ডাউনলোড করতে পারবেন এখনই!!

আপনি কি নতুন নতুন সংগীত শিল্পী? বা সংগীত বা মিউজিক তথা সাউন্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন। অনলাইন থেকে ডাউনলোড দেয়া অথবা কোথাও থেকে তুলে আনা গানগুলো এডিটিং করতে চাচ্ছেন। টিউমেন্টারি ভিডিও বানানোর জন্য আপনার সাউন্ড রেকর্ডিং এবং সাউন্ড এডিটিং এর জন্য সফটওয়্যার খুজছেন?

কোথাও যাবে না এই টিউনটি আপনার জন্য। আজ আমরা কথা বলব কতগুলো ফ্রী ডিজিটাল অডিও এডিটিং সফটওয়্যার নিয়ে, যার মাধ্যমে আপনি হ্যান্ডেল করতে পারবেন আপনার রেকর্ডিং,আপনার গান বানাতে পারবেন তথা সাউন্ড সম্পর্কিত কাজ করতে পারবেন।

অনলাইনে অনুসন্ধান করে এখানে আমি ১৫ টি ডিজিটাল অডিও এডিটিং সফটওয়্যার গুলোকে সাজিয়েছি। যেগুলো নতুন এবং পুরাতন দুই ধরনের ব্যবহারকারী দেরই কাজে দিবে। বেশির ভাগ সফটওয়্যারই ব্যবহার করতে খুবই সহজ এবং বেশ দারুন দারুন ফিচার ব্যবহারকারীদের দিয়ে থাকে। ডাউনলোড করার জন্য যে সফটওয়্যারটি ডাউনলোড করতে চাচ্ছেন লিখে Download for লিখে কোন অপারেটিং সিস্টেম লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।

Audacity

এটি এই ক্ষেত্রে সবচাইতে পপুলার এবং কাজের একটি অডিও এডিটিং সফটওয়্যার। একটি মিউজিক প্রোডাকশন এর জন্য যা যা দরকার অডাসিটি সফটওয়্যার টিতে তার সবই পাওয়া যাবে। এখানে আপনি একই ইন্টারফেসে সাউন্ড রেকর্ড,এডিট এবং মিউজিক তৈরি করতে পারবেন।
রেকর্ডিং এর সময় অডিও এর প্রতিটি জায়গা আপনি ম্যানুপুলেট করতে পারবেন আপনার ইচ্ছা মত। আপনার মিউজিক প্রাঞ্জলতা দেয়ার জন্য এখনে পাবেন শতাধিক সাউন্ড ইফেক্ট। সফটওয়্যার লিনাক্স,ম্যাক ও উইন্ডোজ প্লাটফর্ম এর জন্য উন্মুক্ত।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

Apple GarageBand

কিছু বছর আগে অ্যাপল ম্যাক অপারেটিং সিস্টেম এর জন্য ফ্রি এবং আইওএস ইউজারদের জন্য ৪.৯৯$ ডলারে এডভান্সড মিউজিক ইন্সট্রুমেন্ট ও সাউন্ড অ্যাপলিকেশন বের করে। ফ্রী ভার্সনটিতে রয়েছে শতাধিক সাউন্ড ইফেক্ট এবং গিটার, ড্রাম,কীবোর্ড এর মতন বেশ কতগুলো ইন্সট্রুমেন্ট। এখানে আপনি সাউন্ড রেকর্ডও করতে পারবেন। এটি কেবল ম্যাক এবং আইফোন,আইপ্যাড ইউজারদের জন্য উন্মুক্ত।

ডাউনলোড লিঙ্কhttps://www.apple.com/mac/garageband/

Darkwave Studio

প্যাটার্ন এবং সিকুয়েন্স ট্র্যাক এডিট করার জন্য ডেডিকেটেড সেকশন সহকারে এই সফটওয়্যারটি খুবই সহজ একটি মিউজিক এডিটিং সফটওয়্যার। ডিফল্টভাবেই এটি সাউন্ড কার্ড ইনপুট এর সাথে আসে,এখানে আরও পাবেন ডজনের মত ইন্সট্রুমেন্ট,স্টেরিও মিক্সার, বেজ হেড,ডিসটরশন,স্টেরিও জয়েনার ইত্যাদি।এটি কেবল উইন্ডোজ প্লাটফর্ম এর জন্য উন্মুক্ত।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

Soundation

এটি একটি ওয়েব ভিত্তিক মিউজিক ক্রিয়েশন টুল। এখানে আপনি মিউজিক তৈরি করতে পারবেন ৭০০ এরও বেশি ইফেক্ট এবং লুপ ব্যবহার করে। তাছাড়াও ডজনের মতন ভার্চুয়াল ইন্সট্রুমেন্ট তো পাবেনই। আর কতগুলো গান আপনি বানাবেন তার কোন লিমিট নেই। কেবল সাউন্ড রেকর্ডিং এর জন্য আপনাকে পেইড ভার্সন ব্যবহার করতে হবে।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

Lmms

এটি এটি ওপেন সোর্স সফটওয়্যার যেখানে আপনি পারবেন কম্পোজ করতে,এডিট করতে,মিক্স এবং রেকর্ড করতে।প্রথম প্রথম এর ইন্টারফেস আপনার কাছে কঠিন লাগতে পারে,তবে এটু মনোযোগ দিলে সহজ হয়ে যাবে। এখানে প্রায় শতাধিক সাউন্ড ইফেক্ট খুজে পাবেন ফ্রী। এটি লিনাক্স,ম্যাক এবং উইন্ডোজ প্লাটফর্ম এর জন্য উন্মুক্ত।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

Virtual DJ

যারা একটু ডিজে বা ডিসকো জকি টাইপের কিছু করতে চান তাদের জন্য এই সফটওয়্যার। এটি মূলত সাউন্ড এবং ট্র্যাক মিক্স করার দিকে বেশি নজর দেয়, যেনো নতুন এপিক কোনো সাউন্ড সৃষ্টি করা যায়। এটা দুটি ট্র্যাক মিক্স করতে সক্ষম, লুপ ম্যানেজ করতে সক্ষম,ক্রসফেড, ইফেক্ট ইত্যাদি এড করতে সক্ষম। এই সফটওয়্যারটি উইন্ডোজ এবং ম্যাক প্লাটফর্ম এর জন্য এভেইলেবল।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

Cecilia

এটি খুবই সিম্পল একটি অটোমেটিক অডিও মিক্সার। আপনাকে শুরু আপনার মিউজিক ট্র্যাকটি এখানে লোড করতে হবে, তারপর এর হাইলি কাস্টমাইজড প্রিসেট তা অটোমেটিক্যালি মিক্স করার কাজ করবে। এখানে অনেক ইফেক্ট এবং লুপ ফ্রী পাওয়া যাবে। এটি উইন্ডোজ এবং ম্যাক প্লাটফর্ম এর উন্মুক্ত।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

 Live 9 lite

এটি Ableton Lite নামক সফটওয়্যার এর এক ধাপ নিচের একটি সফটওয়্যার। যেখানে Ableton Lite পেইড সেখানে এটি একদম ফ্রী। যাই হোক এখানে বেশ কিছু ইফেক্ট ও ইন্সট্রুমেন্ট পাওয়া যাবে ফ্রী। এখানে আপনি এডিট, মিক্স,রেকর্ডিং করতে পারবেন। একটি সময়ে আপনি ৮ টি ট্র্যাক মিক্স করতে পারবেন। Live 9 lite উইন্ডোজ এবং ম্যাক এর জন্য উন্মুক্ত।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

orDrumbox

এটি একটি ডেডিকেটেড সফটওয়্যার যেখানে আপনি মূলত ড্রামস এর ব্যবহারে সাউন্ড এডিট করতে পারবেন। এখানে আপনি সাউন্ডে সবরকম ড্রাম প্যাটার্ন নিয়ে আসতে পারবেন। এবং এডিট করার মূহুর্তে তা আবার প্লে করে শুনতেও পারবেন। এটি আপনাকে এডিট এবং প্লে একটি রিয়েল টাইম এক্সপেরিয়েন্স দিবে। এখানে অটো মিউজিক তৈরিী জন্য অটো কম্পোজিশন, ট্র্যাক ম্যাচিং, বেস লাইন এর মত দারুন দারুন ফিচার আছে। এটি লিনাক্স,ম্যাক এবং উইন্ডোজ প্লাটফর্ম এর জন্য উন্মুক্ত।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

Mixxx

এটিও ভার্চুয়াল ডিজে এর মত একটি ট্র্যাক মিক্সিং সফটওয়্যার যারা ডিজে বা এরকম মাইন্ডেড তাদের জন্য সেরা। একটি মুহুর্তে ৪ টি ট্র্যাক মিক্স করতে পারবেন ভিন্ন ভিন্ন ইফেক্ট এবং লুপস এর সাহায্যে।এটা আপনার মিউজিককে অর্গানাইজ এবং Mixxx এর স্মার্ট অলগারিদম এর মাধ্যমে অটো মিক্স করতে সহায়তা করবে। এটি লিনাক্স,ম্যাক এবং উইন্ডোজ প্লাটফর্ম এর জন্য উন্মুক্ত।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

Qtractor

এটি একটি ডেডিকেটেড ট্র্যাক সিকুয়েন্সারর এবং মিউজিক রেকর্ডিং প্রোগ্রাম। এখনে আপনি আনলিমিটেড ট্র্যাক এডিটিং করতে পারবেন। এবং এখানে একটি বিল্ট ইন মিক্সারও বিদ্যমান। তবে এই সফটওয়্যারটি কেবল লিনাক্স এর জন্য বিদ্যমান।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

Hydrogen

খুবই সিম্পল এবং পরিপাটি ইন্টারফেসের সাথে দারুন একটু অডিও এডিটিং সফটওয়্যার এটি।ইন্সট্রুমেন্ট,স্টেরিও মিক্সার ইত্যাদি সুবিধা পাবেন আপনার ট্র্যাক এর জন্য। এটি লিনাক্স,ম্যাক এবং উইন্ডোজ প্লাটফর্ম এর জন্য উন্মুক্ত।

উইন্ডোজ ডাউনলোড লিঙ্ক

এ পযন্তই!! তো কেমন লাগলো আমার টিউনটি? টিউমেন্টে আপনাদের মতামত জানান। আশা করি সবাই ভালো থাকবেন। আর টেকটিউনসের সাথেই থাকবেন। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

আল্লাহ হাফেজ।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ডাউনলোড করার জন্য যে সফটওয়্যারটি ডাউনলোড করতে চাচ্ছেন লিখে Download for লিখে কোন অপারেটিং সিস্টেম লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।