শেয়ার ব্যবসায়ের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিসের বই

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।
সাম্প্রতিক সময় শেয়ার ব্যবসায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
কিন্তু আমরা অনেকে টেকনিক্যাল এনালাইসিস সর্ম্পকে কম জানি।
তাদের জন্য এই বইটা দিলাম।
ডাউনলোড লিংক---http://befirst.webs.com/technicalanalysis.htm

পড়ে উপকৃত হলে কেমন্ট করতে ভুলবেন না।
আমার সগ্রহে আরো অনেক বই আছে এই বিষয়ের উপর।
আপনাদের সাপপ্টে সেই বই গুলো পোস্ট করতে আমাকে উৎসায়িত করবে।
ধন্যবাদ…....

Level 0

আমি সাইদুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Md.Sahidul Islam ! I am in !!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

welcome to TT as tuner! Valo hoyce, vai. Share korar jonne dhonnobad. Chalie jan…….! 😀

thnk you.

ভাই কি কি আছে আর একটু লিখলে সাচ্ছন্দে নামাতে পারতাম। আওনাকে অনেক ধন্যবাদ এটা নিয়ে আসার জন্য 😀

ভাই, আপনার সংগ্রহে যত বই আছে তা ধারাবাহিক ভাবে শেয়ার করেন। অনেকের উপকার হবে। স্বাগতম আপনাকে ।

    বই গুলো মূলত নিজের হাতে স্ক্যন করা, PDF ফাইল গুলোর সাইজ ছোট রাখতে গিয়ে এর কোয়ালিটি কিছুটা খারাপ হয়ে গিয়েছে।কোন টিপস থাকলে জানান।পরবর্তী বই গুলোর কোয়ালিটি ভালো আসবে।
    ধন্যবাদ।…..

    Thank you……….

Level 0

Boss amon aro boi thakle post koiren…onek opokar hoibo…

Level 0

ভাই এই রকম বই খুব প্রয়োজন ছিল, আজ পেলাম আপনাকে আনেক ধন্যবাদ।

Level 0

শেয়ার ব্যবসা সম্পর্কে জানার আগ্রহ ছিল। কিছুটা হলেও জানতে পারলাম। ধন্যবাদ আপনার টিটির জন্য। আপনার অন্য সংগ্রহগুলোও শেয়ার করবেন আশা করি। তবে লেখা গুলো যেন আরও ক্লিয়ার হয়।

    বই গুলো মূলত নিজের হাতে স্ক্যন করা, PDF ফাইল গুলোর সাইজ ছোট রাখতে গিয়ে এর কোয়ালিটি কিছুটা খারাপ হয়ে গিয়েছে।কোন টিপস থাকলে জানান।পরবর্তী বই গুলোর কোয়ালিটি ভালো আসবে।
    ধন্যবাদ।…

Level 0

যতই এনালাইসি ই করেন না কেন…এখন জ অবস্থা…কন বই তেই কাজ হবেনা…কিন্তু শেয়ার করার জন্য ধন্যবাদ।

থ্যাংকু বশ

Level 0

অনেক ধন্যবাদ।। আরো চাই।

Level 0

খুবই ভালো হয়েছে। বর্তমানে বাজারে টিটির যে সকল মেম্বার ক্ষতির মধ্যে আছে তারা কিছুটা হলেো উপকৃত হবে। আপনার বাকী বই গুলোো শেয়ার করবেন আশা করি।

প্রিনের মান খুব খারাপ. download করে পর্তে পার্লাম না. photo shrinker সফট টা use করে ছবির size কমাতে পার্তেন.

ভাই , ধন্যবাদ ।। আরও বই শেয়ার করলে উপকৃত হব।
আরও বই এর অপেক্ষায় রইলাম

Level 0

Thanks ar baki boi gulo kobe share korsen?

Level 3

আপনাকে অনেক ধন্যবাদ। তবে বই এর কোয়ালিটির ঠিক ও ফাইল সাইজ যৌক্তিক পর্যায়ে আনার ব্যবস্থা আশা করি পেয়ে যাবেন। নেট মাস্টার এর photo shrinker সফট ব্যবহার করতে পারেন। আশা করি অন্যরা এ বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করবেন।

Level 0

শেয়ার ব্যবসার সাথে যখন জড়িত ছিলাম তখন এমন বই অনেক খুঁজেছি। কেননা কোন কিছুতে সফল হতে হলে তার সম্পর্কে ধারণা রাখতে হয়। খুব ইচ্ছা ছিল, নেট থেকে সহযোগিতা নিয়ে একজন শেয়ার ব্যাবসায়ী কিভাবে নিজেকে প্রতিষ্টিত করতে পারেন, তার উপর একটা লেখা তৈরি করার। কিন্তু সময় ও সুযোগ এর অভাবে করতে পারিনি। আর এখন তো নিজেই শেয়ার মার্কেট এর বাহিরে।
আপনার দেয়া বইটা পড়ে দেখবো। তবে, স্ক্যান কোয়ালিটি চরম পর্যায়ের খারাপ মনে হচ্ছে, পড়া যাবে কি না বুঝতে পারছি না।
আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার লেখায় মন্তব্য করার জন্য লগইন হলাম।
ভালো থাকবেন।