আসসালামু আয়লাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আবারো চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে ফ্রি মেসেজ দিবেন যে কোন দেশে। তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।
প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে. আপনাকে একটি ওয়েব সাইট এ ডুকতে হবে।
ওয়েব সাইট লিংকঃ ক্লিক করুন এখানে।
এখন নিজের স্ক্রীন শর্ট এর মত একটা পেজ আসবে।
এখন আপনি প্রথম বক্স এ আপনি কোন দেশে মেসেজ পাঠাবেন।সেই দেশটি সিলেক্ট করুন। ২য় বক্স এ আপনি যার নাম্বার এ পাঠাবেন সেই নাম্বার টি লিখুন। ৩য় তো আপনি ৩ নং বক্স এ আপনি আপনার মেসেজটি লিখুন। ৪র্থ তে আপনি নিচে ক্যাপচা পূরণ করুন।
(না বুঝলে স্ক্রীনশর্ট দেখুন)
এখন সেন্ড বাটন এ ক্লিক করুন, ক্লিক করে একটু অপেক্ষা করুন।
এখন আপনাকে আরেকটা পেজে নিয়ে ডেলিভারি রিপোর্ট দিবে। নিচের স্ক্রীনশর্ট এর মত।
মেসেজ সেন্ড হহইছে প্রমান দেখুন ↓↓↓
সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, আর হ্যাঁ সবসময় টেকটিউনসের সাথে থাকবেন। মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি জিহাদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি(কিছু_জানো){ জানাও(); }নয়তো{ জানো();
মেসেজ টি অবস্যই ইংরেজি শব্দের লিখবেন