আজকের টিউটোরিয়ালে আমি বিস্তারিত এই বিষয়ে কথা বলব, তো চলুন শুরু করা যাক। আপনি যখন আপনার হার্ডডিস্কে কোন ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে বিভিন্ন ডাটা রাখেন। এটার মানে হচ্ছে, আপনি আপনার সিস্টেমকে বললেন যে, পার্টিকুলার ফাইল বা ফোল্ডার এর জন্য একটা স্পেস এলোকেট করতে।
যখন আপনি সেই ফাইল বা ফোল্ডারটি নরমালি ডিলেট করে দেবেন। এটা গিয়ে জমা হবে রিসাইকেল বিন এ। এবং আপনি ফাইলটি রিস্টোর করতে পারবেন। যদি রিসাইকেল বিন থেকেও আপনি ফাইলটি ডিলেট করে দেন। হ্যা, তাহলে সহজে উপায়ে আপনি আপনার ফাইল বা ফোল্ডারটা ব্যাক পাবেন না। তার মানে এটা নয় যে, সেটা ব্যাক পাওয়া পসিবল না। এমন অনেক সফটওয়্যার আছে যেগুলো ইউজ করে আপনার ডাটা রিস্টোর করা সম্ভব।
এখন যদি আপনি হার্ডডিস্ক ড্রাইভটিও ফরম্যাট দিয়ে দেন তাহলেও আপনার সেই ডিলেট করা ফাইল বা ফোল্ডারটি ব্যাক পাওয়া সম্ভব ।আমি দুটি সফটওয়্যার এর নাম বলছি একটি হচ্ছে recuva, EaseUS unformat।
এখন যদি জিনিসটা এমন হয় যে, আপনি আপনার ডিভাইস এর ওনারশিপ চেজ্ঞ করতে চান মানে সেল করতে চান আপনার ডিভাইসটি তাহলে কি করবেন ? হার্ডডিস্ক ড্রাইভটি ডেস্ট্রই করে দিন।
ভিডিওটি দেখুন
আমি ইখলাস রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।