বর্তমান অনলাইনের যুগে আমাদের ডিজিটাল কনভার্সেশনে ইমোজির ব্যবহার খুবই প্রাসংঙ্গিক হয়ে দাড়িয়েছে। অনলাইন চ্যাটগুলোতে আমাদের হৃদয়ের ফিলিংসগুলো এবং এক্সপ্রেশনসগুলোকে আমরা সঠিক ইমোজি ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। ফেসবুক থেকে শুরু করে ওয়াটসএপপ, টুইটার, ইমো, মেসেঞ্জার সহ প্রায় সকল ডিজিটাল চ্যাটিং সিস্টেমে আলাদা করে ইমোজি দেওয়া রয়েছে।
এরপরেও আমরা অনেকেই আমাদের সত্যিকারের ফিলিংসগুলোকে প্রকাশের জন্য সঠিক ইমোজিকে খুঁজে পেতে পারি না। তবে এই সমস্যার সমাধান আজ আমি নিয়ে এসেছি। এখন নিজের প্রয়োজনমতো কাস্টম ইমোজি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। ইন্টারনেটে অনেকগুলো টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ছবি কিংবা এডিটেবল ডিজাইনগুলোর মাধ্যমে কাস্টম ইমোজি তৈরি করতে পারবেন এবং সেগুলোকে যেকোনো চ্যাটিং সার্ভিসে ব্যবহার করতে পারবেন। আজকের টিউনে আমি বেস্ট কিছু টুল নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।
চলুন শুরু করি কিছু কাস্টম ইমোজির মোবাইল এপস দিয়ে, যে এপসগুলো ব্যবহার করে আপনি আপনার মোবাইল ডিভাইসেই নিজের মতো করে ইমোজি বানাতে পারবেন:
Bitmoji হচ্ছে দুনিয়ার অন্যতম বেস্ট একটি এভাটার ক্রিয়েশন টুলস। Bitmoji বেসিক্যালি আপনার নিজের মতো এভাটার সিলেক্ট করে পরবর্তীতে এটাকে এডিট করে আপনার পছন্দমত এক্সপ্রেশন তৈরি করার সুযোগ করে দেয়। Bitmoji তে হাইলি কাস্টমাইজেবল শত শত স্টিকার রয়েছে যেগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের বেস্ট ইমোজি তৈরি করতে পারবেন এবং সেটাকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফেসবুকের জন্য এই এপপটির রয়েছে বিশেষ একটি ফিচার, যেটার মাধ্যমে আপনি আপনার ফেসবুক বন্ধুর ইমোজির সাথে আপনার ইমোজি মিলিয়ে ইউনিক ইমোজি তৈরি করতে পারবেন।
Bitmoji ডাউনলোড করে নিন এখান থেকে: For Android > For iOS
Emoji Maker হচ্ছে আরেকটি ইমোজি কাস্টমাইজেশন টুল। ইমোজি মেকারে রয়েছে বৃহৎ ডিজাইন ডাটাবেস এবং এর ইউনিক ফিচার হচ্ছে আপনার নিজের আপলোডকৃত ফটো দিয়ে এটি ইমোজি তৈরি করতে পারে। আপনি চাইলে সহজেই আপনার নিজের ছবি আপলোড করে ইমোজি মেকারের ডাটাবেস থেকে বিভিন্ন ডিজাইন সম্মিলিত করে নিজের কাস্টম ইমোজি বানাতে পারবেন।
এছাড়াও আপনি আপনার মাল্টিপল ডিজাইনগুলোকে একত্রে মার্জ করে আলাদা ধাঁচের ইমোজি ডিজাইন করতে পারবেন। আপনার ডিজাইকৃত ইমোজিগুলো আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখে পরবর্তীতে আপনি প্রয়োজনমতো জায়গায় ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন।
ইমোজি মেকারের মতোই স্মাইলি ক্রিয়েটর হচ্ছে একটি ফ্রি ইমোজি কাস্টমাইজেশন এপপ যেখানে রয়েছে প্রায় ৪ লক্ষ ইউনিক ইমোজি কম্বিনেশন। স্মাইলি ক্রিয়েটরের একটি ফিচার রয়েছে যার নাম “Random Emoji", যখন আপনি নিজের পছন্দ মতো ইমোজি ডিজাইন করতে করতে বোর হয়ে যাবেন তখন এই ফিচারটি ব্যবহার করে আপনি র্যানডম কম্বিনেশন মিক্স করে নতুন ধাঁচের নতুন ইমোজি তৈরি করতে পারবেন। এন্ড্রয়েড এর জন্য স্মাইলি ক্রিয়েটর ডাউনলোড করে নিন এখান থেকে।
জিফি স্টিকার হচ্ছে একটি স্টিকার ভিত্তিক ইমোজি কাস্টমাইজেশন এপপ। এপপটি আপনাকে বিভিন্ন এনিমেটেড স্টিকার দেবে যেগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিজের ইমোজি বানিয়ে নিতে পারবেন এছাড়াও এপটিতে রয়েছে বিল্ট ইন কাস্টম ইমোজি মেকার যেখানে আপনি যেকোনো ফটো ব্যবহার করে ইমোজি তৈরি করতে পারবেন।
সাথে তৈরিকৃত ইমোজিগুলোতে আপনি এনিমেশন ব্যবহার করে সেগুলোকে জীবন্ত করে ফেলতে পারবেন। আইওএস ব্যবহার কারীদের জন্য এপপটি তাদের ইমোজিগুলোকে সরাসরি iMessage এর মাধ্যমে শেয়ারের ফিচারটি দিয়ে থাকে। জিফি স্টিকারটি ডাউনলোড করে নিন: For Android > For iOS
আপনি যদি স্মার্টফোনের এপের থেকে ইমোজিগুলোকে অনলাইনে তৈরি করার পদ্ধতিকে পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে কিছু ইমোজি তৈরি করার অনলাইন টুলস। তবে স্মার্টফোন ইমোজি কাস্টমাইজেশন এপের তুলনায় অনলাইন টুলসগুলোকে কাস্টমাইজেশনের কিছু লিমিট রয়েছে।
Labeley হচ্ছে একটি ইমোজি কাস্টমাইজেশন ওয়েবসাইট যেখানে কিছু টুলস দেওয়া রয়েছে যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি কাস্টম ইমোজি তৈরি করে নিতে পারবেন। এদের কালেকশন বেশি না হলেও ইউজার ইন্টারফেস বেশ সহজবোধ্য তাই আপনি সহজেই নিজের কাস্টম ইমোজি তৈরি করে নিতে পারবেন।
এখানে আপনি ইমোজির জন্য বিভিন্ন ধরণের ব্যাকগ্রাউন্ড, ফেস, আইব্রো, শেইপ ইত্যাদি নির্ধারণ করে কাস্টম ইমোজি তৈরি করে নিতে পারবেন এবং এটাকে বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। তবে আপনি চাইলে আপনার ইমোজিকে প্রিন্ট করে নিতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে ফি দিতে হবে!
জনপ্রিয় ফটো এডিটর সাইট piZap তাদের সাইটে একটি নিজস্ব ইমোজি মেকার টুল দিয়ে রেখেছে, যেখানে আপনি হাই কোয়ালিটির ইমোজি ডিজাইন পাবেন। এই ইমোজি মেকার হচ্ছে একটি ফ্ল্যাশ প্লেয়ার ভিক্তিক ওয়েব এপপ যেটার মাধ্যমে আপনি অনলাইনে ড্রাগ এন্ড ড্রপ ফাংশনের দ্বারা নিজস্ব ইমোজি তৈরি করতে পারবেন। ওয়েবসাইটে প্রায় শতাধিক ফ্রি ইমোজি স্যামপল রয়েছে তবে তাদের মধ্যে কিছু কিছু রয়েছে যেগুলো শুধুমাত্র পেইড সংস্করণে ব্যবহার করা যাবে।
Emotiyou হচ্ছে একটি ওয়েব ভিক্তিক ইমোজি কাস্টমাইজেশন সার্ভিস যেখানে আপনি আপনার আপলোডকৃত ফটোগুলোর সাহায্যে এনিমেটেড ইমোজি তৈরি করতে পারবেন। সিম্পল চারটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার নিজস্ব কাস্টম ইমোজি তৈরি করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনার তৈরিকৃত ইমোজিকে আপনি চাইলে পাবলিক সেটিংয়ে করে রাখতে পারেন অন্যদের দেখানোর জন্য এবং আপনি নিজেও চাইলে অন্যদের পাবলিক ডিজাইনকৃত ইমোজিগুলোকে দেখতে পারবেন।
ইংলিশ এনিমেটেড মুভি The Secret Life of Pets এর আদলে তৈরিকৃত এই ওয়েবসাইটে আপনি কাস্টমাইজেবল কুকুর এবং বিড়ালের ইমোজি তৈরি করে নিতে পারবেন। এদের বডি, নাক, কান, চোখ, লেজ, গায়ের রং, শেইপ, প্যাটান ইত্যাদি বিভিন্ন জিনিস আপনি কাস্টমাইজেশন করতে পারবেন।
ওয়েবসাইট ছাড়াও আপনি চাইলে এর এন্ড্রয়েড কিংবা আইওএস এপপটি ব্যবহার করে মোবাইলেই পেটমোজি তৈরি করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন।
আপনি যদি Slack ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি Slack এর মধ্যেই কাস্টম ইমোজি তৈরি করতে পারবেন এবং তা Slack চ্যাটে ব্যবহার করতে পারবেন সহজেই। এর জন্য টিম মেনুতে ক্লিক করে কাস্টমাইজ স্ল্যাক অপশনে ক্লিক করুন।
এবার Emoji ট্যাবে দেখুন দুটি অপশন পাবেন, একটি হচ্ছে আপনার ইমোজির নাম আর আরেকটি হচ্ছে ইমেজ আপলোড। এখানে আপনি 128 পিক্সেল এবং 64KB সাইজের মধ্যে যেকোনো ছবি আপলোড করতে পারবেন আর Slack সেটা থেকে নিজে নিজেই ইমোজি তৈরি করে দিবে আর সেটা আপনি স্ল্যাক চ্যাটে ব্যবহার করতে পারবেন!
আজ এ পর্যন্তই। সামনের দিনে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদের প্রিয় টেকনোলজি ব্লগ টেকটিউনসে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!