হ্যালো টিউনার বন্ধুরা,
কেমন আছেন ? আশা করি ভালোই আছেন। নিশ্চয়ই উপরের টাইটেলটি দেখে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এখন থেকে আপনি আপনার android ফোন থেকেই dhlr এর মত ছবি তুলতে পারবেন।
এজন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস্টির নাম after focus এটি play store এ সার্চ দিলেই পেয়ে যাবেন। এই অ্যাপসটি play store সার্চ দিলে দুটি অ্যাপস পাবেন যার একটি টাকা দিয়ে ডাউনলোড করতে হয়। অপরটি ফ্রি। যেটা টাকা দিয়ে ডাউনলোড করতে হয় সেটি দিয়ে ছবি তুল্লে dslr মত তুলতে পারবেন।
অন্যটি দিয়ে এডিট করে dhlr এর মত বানান যায়। আমি ফ্রি অ্যাপস দিয়ে কিভাবে dslr মত এডিট করবেন সেটা নিয়ে আলোচনা করব। এটি যদি আমি আপনাদেরকে লেখে বলে দেই তাহলে আপনারা কিছু বুঝবেন না তাই আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি।
সেটা থেকে সহজে আপনার শিখতে পারবেন কিভাবে afterfocus app দিয়ে dslr মত ছবি বানানো যাবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে মোবাইল দিয়ে dslr মত ছবি তৈরি করবেন যদি কিছু না বুঝেন তাহলে টিউমেন্ট করবেন।
আমি মাহমুদুল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।