সবাই কে স্বাগতম
আমি মাসুম, আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবি গুরুত্ব পূর্ণ শিক্ষণীয় বিষয়। কিভাবে আপনি আপনার BIO-DATA নিজেই তৈরী করবেন কারো সহযোগিতা ছাড়াই ?
হ্যা উত্তর এখন ই দিচ্ছি
ধরুন,
আপনি MS Word এর কাজ জানেন না। কোন সফটওয়্যার ব্যবহার করতে জানেন না অথবা চান না।
কোন সমস্যা নেই, আপনি MS Word অথবা কোনো সফটওয়্যার এর প্রয়োগ ছাড়াই পারবেন আপনার BIO-DATA তৈরী করতে, এমন কি আপনাকে এজন্য কাউকেই কোনো প্রকার পেমেন্ট করতে হবে না শুধু প্রয়োজন ইন্টারনেট সংযোক।
চলুন শেখা যাক
১. আপনার ওয়েব ব্রাউজার থেকে ব্রাউজ করুন cvmkr.com
২. এখন signup করার জন্য ফর্ম টি পূরণ করুন। (ফেইসবুক এ login করা থাকলে, এক ক্লিক এ ই login করতে পারবেন)
(google এ login করা থাকলে, এক ক্লিক এ ই login করতে পারবেন)
ধরুন আপনার হাতে খুব কম সময় Signup ফর্ম অথবা FB তে Login করার সময় নেই। কি করবেন ?
দেখুন signup ফর্ম এর ঠিক নিচেই আছে Create a resume without signing up বাটন। ওখানে ক্লিক করুন
৩. এবার Create এ New CV তে ক্লিক করুন।
৪. এবার আপনার সামনে একটি CV তৈরী করতে যে তথ্য প্রয়োজন তা প্রতি বিভাগ ও সাজান অবস্তাহয় আসবে।আপনি শুধু ঘর গুলো পূরণ করে যান।
৫. সবার শেষে আপনার ছবি অ্যাড করুন।
৬. এবার Quick preview থেকে আপনার সিভি ঠিক আছে কিনা দেখে নিন।
৮.এবার Save & Download করে নিন।
আমি Md.Masum Billah Rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।