আপনার ঘরকে স্মার্ট হোম বানিয়ে ফেলুন এই ৬টি সেন্সর গুলো দিয়ে

আমরা সব কিছুতে প্রযুক্তির এত ব্যবহার করছি তাহলে আমাদের ঘরবাড়ি বাদ যাবে কেন? তাইতো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ৬ টি অসাধারণ সেন্সর, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ঘরকে স্মার্ট বানিয়ে ফেলতে পারবেন। এবং উপভোগ করতে পারবেন স্মার্ট জীবনের মজা।

আজ থেকে প্রায় ১৫০ বছর আগে অ্যালার্ম ক্লক ব্যবহার শুরু হলেও এখন প্রযুক্তির উন্নতির কারণে ঘর আমাদের কথা বুঝতে পারবে। অর্থাৎ আমরা চাইলেই আমাদের বাসাতে এ.আই লাগিয়ে দিতে পারি। তাহলে বাসার অনেক জিনিস নিজেরেকেই সব কিছু ঠিক করে নিবে। যেমন ঘরের এ.সি বা হিটার।

যেকোনো কিছুকেই স্মার্ট বানাতে হলে প্রথমে প্রয়োজন সেন্সর। এবং স্মার্ট হোম বানাতে হলেই হলেও সেন্সর প্রয়োজন। বাজারে যেকোনো বাসাকে স্মার্ট করার জন্য অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তবে আমি আজকে শুধু সেন্সর সম্পর্কে বলব। তবে বাজারে অনেক রকমের সেন্সর আছে। তাই আপনি কোনটি কিনবেন? তার জন্য আগে আপনাকে সেন্সরগুলো সম্পর্কে জানতে হবে।

মোশন সেন্সর(Motion Sensor)

মোশন সেন্সর এর নাম শুনলেই আমাদের মাথায় প্রথম আসে হোম সিকিউরিটির কথা। আসলেই তাও, কারণ এই মোশন সেন্সর এটার সামনে কিছু থাকলে তা সেন্স করতে পারে। কিন্তু এখন এ.আই টেকনোলজি এবং আধুনিক যন্ত্র ব্যবহার করে এই মোশন সেন্সর দিয়ে অনেক কিছু করা সম্ভব।

যেমন আমরা যেকোনো লাইট কে মোশন সেন্সর এর সাথে কানেক্ট করে দিতে পারি। তারপরে যখন সেন্সর কোন প্রকার নড়াচড়া ধরা পরবে সাথে সাথে লাইট জলে উঠবে। এছাড়াও রাস্পবেরি পাই এর মত কম্পিউটারের সাথে কানেক্ট করে এই সেন্সর দিয়ে অনেক কিছু করা সম্ভব।

ওয়াটার সেন্সর(Water Sensor)

আমাদের দেশে শুধুমাত্র পানির অপচয়ের কারণেই বিশাল পরিমাণ টাকার ক্ষতি হচ্ছে। এই ক্ষতি দূর করতে আমরা ব্যবহার করতে পারি ওয়াটার সেন্সর। কারণ এই পানির অপচয়ের প্রধান কারণ পানির পাইপে লিক বা ড্যামেজ। তাই যদি আমরা ওয়াটার সেন্সর ব্যবহার করি তাহলে এই সেন্সর আমাদের এরকম সমস্যাগুলো আমাদের জানিয়ে দেবে। এবং এই সেন্সরকে স্মার্ট ভাবে ব্যবহার করলে আমরা চাইলে পানির লিক হওয়ার সাথে সাথেই পানির প্রবাহ বন্ধ করে দিতে পারি। তবে সেন্সরগুলোকে স্মার্ট ভাবে ব্যবহার করে খুব সহজেই আমাদের বাড়িকে স্মার্ট হোম বানিয়ে ফেলতে পারি।

 

ডোরবেল সেন্সর(Doorbell Sensor)

সাধারণ ডোরবেল এর কজাগুলোর পাশাপাশি স্মার্ট ডোর বেল সেন্সর আপনার বাড়ির নিরাপত্তা অনেকগুণ বাড়িয়ে দিতে পারে। কারণ এই সেন্সর অর্থাৎ স্মার্ট ডোর বেল যখন চাপা হবে তখনি সাথে সাথে তার ছবি উঠে যাবে। ফলে আপনি দেখতে পাবেন কে দরজার সামনে দারিয়ে আছে।

অনেক সেন্সর আবার ফেস ডিটেক্ট করতে পারে। এবং যদি এই সেন্সর আপনার বাসায় কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে তাহলে কম্পিউটারের সাহায্যে সেন্সর বলে দিতে পারবে জে দরজার পাশে আসলে কে আছে। এরকম আধুনিক আরো অনেক সুবিধা আছে। যেমন ভিডিও সুবিধা। এছারাও ভয়েসও রেকর্ড করা যাবে।

টেম্পারেচার সেন্সর(Temperature Sensor)

বাসার ভিতরে গরম না ঠাণ্ডা তা বোঝার জন্য সেন্সর না লাগলেও। আপনি যদি আপনার বসাকে স্মার্ট হোম বানিয়ে ফেলতে চান তবে টেম্পারেচার সেন্সরের দরকার আছে। কারণ এই সেন্সর দিয়ে আপনার এ.সি বুঝতে পারবে ঘরকে কতটুকু ঠাণ্ডা বা গরম রাখতে হবে। আপনি চাইলে বাসার ভিতরে আলাদা আলাদা রুমে সেন্সর লাগিয়ে সেই রুমের তাপমাত্রা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

লাইট সেন্সর(Light Sensor)

বাসার লাইট অন রেখে কোথাও চলে যাওয়া নতুন কিছু না। যদি আপনি বাসায় একা থাকেন তাহলে এটা তেমন সমস্যা না। কিন্তু আপনার বাসায় যদি আরো লোক থাকে তাহলে এটা বিশাল বড় এক সমস্যা। তাই আমরা ব্যবহার করতে পারি লাইট সেন্সর। এবং এই সেন্সর দিয়ে আমরা জানতে পারব বাসার কোন কোন লাইট অন করা আছে।

এবং আপনার বাসার লাইটগুলো যদি অটোমেটেড হয় তাহলে এই সেন্সর দিয়ে আপনি স্মার্ট ভাবে লাইটগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও আপনি এমনভাবে সেন্সরগুলোকে কাজে লাগাতে পারেন যেন রাত হলেই বাসার লাইটগুলো জলে ওঠে। আবার দিন হলেই বন্ধ হয়ে যায়। এভাবে যদি বাসার  বাইরের লাইটগুলকে নিয়ন্ত্রণ করলে আপনাকে আর বার বার সুইচ অন অফ করতে হবে না।

ওয়েদার সেন্সর(Weather Sensor)

এই ধরনের সেন্সরকে আসলে ঠিক সেন্সর বলা যায় না। কারণ এগুলো বেশিরভাগ সময় ইন্টারনেট এর মাধ্যমে কাজ করে। তবে কিছু কিছু হোম ওয়েদার স্টেশনের আলাদা সেন্সর থাকে যেগুলো বাইরে লাগাতে হয়। তবে আপনারা যদি এরকম কিছু কিনতে চান তবে ইন্টারনেট ভিত্তিক কেনাই ভাল। কারণ এগুলোর দাম কম এবং ভাল কাজ করে।

স্মার্ট হোম

এই লিস্টে অ্যাড করার মত আরো হাজার হাজার সেন্সর ছিল। যেগুলো কাজের এবং আপনাদের অনেক সাহায্য করতে পারবে। তবে ভবিষ্যতে আরো আধুনিক এবং নতুন সেন্সর আমরা দেখতে পাব। হয়ত ভবিষ্যতে স্মার্ট সব যন্ত্র আমাদের মনের অবস্থা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী বাসার পরিবেশ ঠিক করে ফেলবে।

এছাড়াও এসব সেন্সরকে একসাথে কানেক্ট করলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। এবং আমরা যদি এসব কাজে রোবট ব্যবহার করতে পারি তাহলে রোবট এসব সেন্সর থেকে ডাটা নিয়ে কাজ করতে পারবে। আমাদের আর বাইরে থেকে ইউজার ইনপুট দিতে হবে না।

আশা করি এই টিউন থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। টিউনটি কেমন লাগলো তা জানালে এরকম আরো টিউন করার আগ্রহ বেড়ে যায়। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

very good