খুব সহজেই ফ্রি তে আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব ভিডিও, ব্লগ ইত্যাদির ভিজিটর বাড়িয়ে নিন!

যদি কাউকে কিছু না দেন তাহলে কারও কাছ থেকে পাওয়ার আশা করাও বৃথা! তাইনা? ঠিক এই ধারণা থেকেই তৈরি হলো একদম ভিন্নধারার একটি এপ! Easy Rank Up হলো এমন একটি এপ যা আপনার ভিজিটরের চাহিদা সহজেই মেটাতে সক্ষম। আর তা একদম ফ্রি-তে! এটি এমন স্মার্ট এপ যা আপনি মোবাইলে অথবা কম্পিউটারে একইরকম ভাবে ব্যবহার করতে পারবেন। কারণ এটি মোবাইলে যেমন, কম্পিউটারেও তেমন। আপনার ফেসবুক প্রোফাইল, ইউটিউব ভিডিও, ওয়েবসাইট, ব্লগ ইত্যাদি যে কোন কন্টেন্ট থাকুকনা কেন সবগুলোতেই সত্যিকারের ভিজিটর বাড়াতে এর জুড়ি নেই। আর পাশাপাশি ভাইবারের মাধ্যমে ২৪ ঘন্টা সাপোর্ট তো থাকছেই! কিন্তু কিভাবে বাড়িয়ে নিবেন ভিজিটর? আসুন দেখে নেয়া যাক,
১। প্রথমে এই এপ এ নিবন্ধন করুন।
২। আপনার ওয়েবসাইট/ফেসবুক পেজ অথবা যেকোন লিংক যুক্ত করুন।
৩। এবার অন্যদের যুক্ত করা পেইজে ভিজিট করে পয়েন্ট সংগ্রহ করে সেই পয়েন্টকে কাজে লাগান আপনার নিজের দেয়া লিংকের বিজ্ঞাপনের জন্য! আপনি যতবেশি ভিজিট করবেন, আপনার সাইটেও ততোবেশি ভিজিট বাড়বে।
ব্যাস! কাজ এতটুকুই। দেখলেন, কতো সহজ আর ফ্রিতেই বিজ্ঞাপন দেয়া যায় এখান থেকে? আর হ্যা আপনার লিংকে যারা ভিজিট করবে তারা কিন্তু একদম রিয়াল, ঠিক আপনার মতো। তাই রিয়াল ভিজিটর নিয়ে চিন্তার কোন কারণ নেই। আর আপনার বুঝতেও কোন সমস্যা হবে না! কারণ সাইটটি সম্পুর্ণ বাংলা ভাষাভাষীদের জন্য তৈরী। তবে আপনি চাইলে ভাষা পরিবর্তন করে ইংলিশও করে নিতে পারেন। এতো সহজে ট্রাফিক/ইউজার নিয়ে আসার এপ অন্য কোথাও পাবেন না। তাহলে আর দেরি কেন? আমার মতো আপনারাও আজই পরিচিত হোন নতুন এক অভিজ্ঞতার সাথে!

উপরে ক্লিক করে ভিডিও টি দেখে নিন আর এক্ষুনি কাজ শুরু করে দিন!

আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস