হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই ? আশা করি আল্লার রহমতে ভাল আছেন। অনেক দিন তো জিপি কোম্পানিকে ভালভাবে আনলিমিটেড বাঁশ দিয়েছেন। গতকাল থেকে কিন্তু জিপির ইজিনেট প্যাকেটি অফ করে দেবার কারনে সবাই ফ্রি নেট আর চলতেছে না।
তাই বলে কি আমরা বসে থাকবো নাকি। একটা কথা আছে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভাল। তাই এখন হয়তো আগের মত জিপি কোম্পানিকে আনলিমিটেড বাঁশ দিতে পারবেন না। তাই বলে কি আর জিপির ফ্রি নেট চালাতে পারবো না। তো আপনাদের মাঝে আবার নিয়ে এসেছি জিপির ফ্রি নেট। আপনারা কিভাবে কি করবেন আমি একটু বলি। প্রথমে আপনারা DroidVPN Software টি আপনাদের মোবাইলের জন্য ডাউনলোড করে নিবেন।
যারা DroidVPN এর একাউন্ট খুলতে পারেন তারা নিচের ভিডিও অবশ্যই দেখবেন।
DroidVPN যখন আপনি ডাউনলোড করবেন তখন আপনি প্রথমে DroidVPN এর জন্য একটা একাউন্ট খুলে নিবেন। তো কিভাবে আপনি DroidVPN এর একাউন্ট খুলবেন যদি না জানেন তাহলে আমার ভিডিও দেখবেন। আমি নিচে ভিডিওটির লিংক দিয়া দিবো।
আমি যদি আপনাদের লেখার মাধ্যমে বুঝাতে যায় হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি আপনাদের বুঝার সবিধার জন্য ভিডিও করে দিলাম। আপনারা তা দেখে দেখে কাজ টি করে নিবেন। আশা করি আপনারা জিপিতে আবার ফ্রি নেট ব্যবহার করতে সক্ষম হবেন।
আমি হাসান আলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
যেখানে সেখানে এইসব youtube ভিডিও প্রোমোটার।