এবার উইন্ডোজ এর মত অফিস ২০১০ কেও জেনুইন করুন

মাইক্রোসফট অফিস ২০১০ ইন্সটল এর পর আমি এক্টিভিশন জনিত সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তখন আমি বিশেষ এক টুলকিটের সাহায্যে এ সমস্যার সমাধান করি এবং চিরদিনের জন্য অফিসকে করে ফেলি জেনুইন। এবার আমার নিজের সাথে সাথে আমি চাই আপনারাও মাইক্রোসফট অফিস কে পুরোপুরি এক্টিভেট করুন। এখান থেকে ডাউনলোড করে নিচের চিত্রের মত ব্যবহার করুন। দেখুন কাজ হয়েছে কিনা ! ধন্যবাদ।

Level New

আমি সোয়েব ইমতিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্যবসায় প্রশাসন আমার বিষয় হলেও শখ আমার প্রযুক্তি। দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে জীবনে পাই প্রশান্তি ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার টিউনের জন্য।ভাই,আমার সাহায্য দরকার।আজ রাতে আমি windows 7 setup দিয়েছি।কিন্তু আমার সমস্যা হচ্ছে KM Player setup দেয়ার পরে আমার PC এর সকল sound off হয়ে গেছে।অনেক ঘাঁটাঘাঁটি করার পর কিছু না বুঝে আবার XP setup দিলাম।Setup দেয়ার পরে আবার KM player setup দিলাম (কারন আমার KM Player ভাল লাগে) Sound তারপর ভালোই চলছিল।সকালে ঘুম থেকে ওঠে PC ON করে দেখি কোন sound নেই।আগেই বলে রাখি যেহেতু Windows 7 এ মাদার বোর্ড দেয়া লাগেনা শুনেছি।তাই মাদার বোর্ড না দিয়েও রাতের বেলায় প্রথম অবস্হায় আমার PC তে Sound পেয়েছিলাম।আবার সকালে ঘুম থেকে ওঠে যখন এই সমস্যার সমাধান পাচ্ছিলাম না তখন মাদারবোর্ড দিয়েও কোন কাজ হয়নি। Please কেউ আমাকে এ বিষয়ে সাহায্যে করুন।

    মাদারবোর্ড এর সিডিটি আবার সেটআপ দিয়ে দেখতে পারেন। সেভেনে মাদারবোর্ড লাগে না। তা না। সাউন্ড এর সফটওয়্যারটি সেটআপ দিতে হয় অন্যগুলো যেমন ল্যান ড্রাইভার সেটআপ দিতে হয় না।এগুলো অটোমেটিক হয়ে যায়।

আরো বিস্তারিত লিখলে ভালো হতো। আমি এটি দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু কাজ হয়নি…

    আপনার কি ঠিক মত ইন্সটল করা হয়েছিল? ঠিক মত ইন্সটল না করলে সমস্যা হতে পারে। তাছাড়া আর কোন ঝামেলা নাই।
    আর টুলকিট টি ডাউনলোড করে শুধু Ez-activator এ ক্লিক করলেই হয়ে যায়।

mediafire link দেয়া যেতে পারে কিন্তু কার্যকারী হবে কিনা বলতে পারছিনা। কারন আমি নিজে তো ডাউনলোড করি নি।

অনেক ধন্যবাদ।
তবে micro soft update নিবে কিনা বা registration সম্পর্কে যদি কিছু বলতেন, কেননা এর আগে আমি ধরা খেয়ে uninstall করতে বাধ্য হই– যদিও আমার XP genuine.

Level 0

এই পযরন্ত ১০ -১২ বার ধরা খাইছি, আর ধরা খাইলে নতুন উন্ডজ েসট আপ েদয়োয ছারা েকান উপায় এখনো খুেজ পাই নাই

Level New

কাজ করবে তো ?

Level New

ভাই কাজ করেনা।যখন আমি exe file টা dabul ক্লিক করি তখন office 2010 toolkit .exe Application error আসে। এখন আমি কী করব?

bhai link ta abar diben plz…….

ভাইয়া লিঙ্ক টা এখন আর কাজ করে না 🙁

আমি যেখান থেকে ডাউনলোড করেছিলাম তার লিঙ্ক টা মনে নাই।
আপনার সুবিধার্তে আমি টরেন্ট হিসাবে আপলোড করতে পারি ।।