মাইক্রোসফট অফিস ২০১০ ইন্সটল এর পর আমি এক্টিভিশন জনিত সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তখন আমি বিশেষ এক টুলকিটের সাহায্যে এ সমস্যার সমাধান করি এবং চিরদিনের জন্য অফিসকে করে ফেলি জেনুইন। এবার আমার নিজের সাথে সাথে আমি চাই আপনারাও মাইক্রোসফট অফিস কে পুরোপুরি এক্টিভেট করুন। এখান থেকে ডাউনলোড করে নিচের চিত্রের মত ব্যবহার করুন। দেখুন কাজ হয়েছে কিনা ! ধন্যবাদ।
আমি সোয়েব ইমতিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যবসায় প্রশাসন আমার বিষয় হলেও শখ আমার প্রযুক্তি। দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে জীবনে পাই প্রশান্তি ...
ধন্যবাদ আপনার টিউনের জন্য।ভাই,আমার সাহায্য দরকার।আজ রাতে আমি windows 7 setup দিয়েছি।কিন্তু আমার সমস্যা হচ্ছে KM Player setup দেয়ার পরে আমার PC এর সকল sound off হয়ে গেছে।অনেক ঘাঁটাঘাঁটি করার পর কিছু না বুঝে আবার XP setup দিলাম।Setup দেয়ার পরে আবার KM player setup দিলাম (কারন আমার KM Player ভাল লাগে) Sound তারপর ভালোই চলছিল।সকালে ঘুম থেকে ওঠে PC ON করে দেখি কোন sound নেই।আগেই বলে রাখি যেহেতু Windows 7 এ মাদার বোর্ড দেয়া লাগেনা শুনেছি।তাই মাদার বোর্ড না দিয়েও রাতের বেলায় প্রথম অবস্হায় আমার PC তে Sound পেয়েছিলাম।আবার সকালে ঘুম থেকে ওঠে যখন এই সমস্যার সমাধান পাচ্ছিলাম না তখন মাদারবোর্ড দিয়েও কোন কাজ হয়নি। Please কেউ আমাকে এ বিষয়ে সাহায্যে করুন।