XP সেটআপে কিছু সমস্যার সমাধান । দেখুন কাজে লাগে কিনা ।

। বিসমিল্লাহির রাহমানির রাহীম ।

আবার এলাম আপনাদের মাঝে । সবাই ভাল আছেন তো । ইনশাল্লাহ ! আমরা যারা XP ব্যবহার করি তারা বিভিন্ন কারনে নতুন করে XP সেটআপ দেই । মাঝে মাঝে আমরা একটি অসহ্য সমস্যার সম্মুখীন হই । সেটা হল XP সেটআপ এর মাঝে রিস্টার্ট নেওয়া বা হেং করা আথবা কোন ফাইল মিসিং দেখান । কোন ভাবেই হচ্ছে না । এক্ষেত্রে আপনি কিছু কাজ করতে পারেন সেগুলা হল XP এর অন্য সিডি ব্যবহার করতে পারেন । এছারা আপনার রেম কার্ড পরিষ্কার করে লাগাতে পারেন । অথবা আমরা সবাই যে কাজটা করি সেটা হল সেটআপ দেয়ার সময় C: ড্রাইভ ফরম্যাট করার ৪ টা অপশন থাকে । এর মধ্যে আমরা NTFS (quik) select করি । অপশন গুলো –

NTFS

NTFS (quik)

FAT

FAT (quik)

এক্ষেত্রে আমরা 1 নং অপশন টি অর্থাৎ NTFS সিলেক্ট করব । কারন কুইক ফরম্যাট সব ফাইল ডিলিট করে না । কিন্তু নরমাল ফরম্যাট সব ডিলিট করে এবং ড্রাইভ এর সকল BAD Sectors ক্লিন করে । কাজে আসলে কমেন্ট করবেন । ধন্যবাদ ।

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৯ বছর ধরে পিসি ইউস করি। কিন্তু আজ পর্যন্ত একটাও ত্রুটিমুক্ত ও মনমতো এক্সপি সিডি পেলাম না! কোন না কোন সমস্যা থাকেই!!! 🙁

    ত্রুটিমুক্ত এক্সপি সিডির জন্য আমার সাথে যোগাযোগ করুন।
    ০১৮১৯৭০৪০৮৭

    Level 0

    @ ফয়সাল,
    আপনার কি কি ত্রুটি দেখায় একটু শেয়ার করেন

    @আরাফাত : ওকে,আমি আপনার সাথে কন্টাক্ট করব……

    @LuckyFM : ফাইল মিসিং তো থাকেই……আমার কাছে একটা এক্সপি সিডি আছে যেটা ইন্সটল করার পর কোনভাবেই আমার সাউন্ড ড্রাইভার ইন্সটল হয় না……… তাছাড়া আজকাল সব এক্সপি-তেই ডিফল্ট কিছু সফটওয়্যার দেয়া থাকে,যা আমার প্রধান বিরক্তির কারন!!! :@

টিউন করেছেন তার জন্য ধ্যনবাদ। কিন্তু ” NTFS সিলেক্ট করলে ড্রাইভ এর সকল BAD Sectors ক্লিন হয়” কথাটা সম্পুর্ন ভুল। এমন অনেক Bad sectors আছে যা ভাল ভাল Softwear দ্বারাও ক্লিন করা যায় না। BAD Sectors কারনে Hadr disk বাতিল হয়ে যায়।

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য ।

কামরুল ভাই এর সাথে একমত।

ধন্যবাদ আপনার টিউনের জন্য।ভাই,আমার সাহায্য দরকার।আজ রাতে আমি windows 7 setup দিয়েছি।কিন্তু আমার সমস্যা হচ্ছে KM Player setup দেয়ার পরে আমার PC এর সকল sound off হয়ে গেছে।অনেক ঘাঁটাঘাঁটি করার পর কিছু না বুঝে আবার XP setup দিলাম।Setup দেয়ার পরে আবার KM player setup দিলাম (কারন আমার KM Player ভাল লাগে) Sound তারপর ভালোই চলছিল।সকালে ঘুম থেকে ওঠে PC ON করে দেখি কোন sound নেই।আগেই বলে রাখি যেহেতু Windows 7 এ মাদার বোর্ড দেয়া লাগেনা শুনেছি।তাই মাদার বোর্ড না দিয়েও রাতের বেলায় প্রথম অবস্হায় আমার PC তে Sound পেয়েছিলাম।আবার সকালে ঘুম থেকে ওঠে যখন এই সমস্যার সমাধান পাচ্ছিলাম না তখন মাদারবোর্ড দিয়েও কোন কাজ হয়নি।আগেই বলে রাখি Setup দেয়ার পূর্বে আমি C drive formate দিয়েছিলাম। Please কেউ আমাকে এ বিষয়ে সাহায্যে করুন।

    আমি Windows 7 উইজ করি কিন্তু বিজয় ইন্সটল দেয়ার পর থেকে শুধু নিচেন ইরর মেসেজ দেখাচ্ছে
    Some information could not be found. Please install Bijoy correctly .
    কি করতে পারি এর জন্য

    Level 0

    ভাই ! আমার মেন হচ্ছে আপনার সাউন্ড এর ডিভাইস নস্ট হোয়ে গেছে।

      Level 0

      মাহিন ভাইয়ের সমস্যার সমাধান হবে যদি আপনি বিজয় বায়ান্নো 2010 ব্যাবহার করেন।এটা ছাড়া অন্য বিজয় ফর্মেট গুলো ব্যাবহার করা সহজ নয়,তবে ব্যাবহার করা যায় কিন্তু তা ভিষন ঝামেলা কর। আমি Windows 7 ইউজ করি প্রায় ৫ মাস কোনো সমস্যা নেই।

Level 0

আমার pc এর configuration অনেক low. তাই vista বা 7 কো্নটাই use করতে পারি না। 😀

আমার কাছে XP সেটাপ দেয়ার PDF ফাইল এর নির্দেশনা আছে আপনাদের কারো লাগলে আমার নাম্বারে একটা কল দিয়েন বা মেইল করে দিয়েন। আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব।
আমার নাম্বার +8801911642442
মেইল [email protected]

আমি জানি না আপনার এই ব্যাপারটা জানেন কিনা,তবুও শেয়ার করছি।মাইক্রোসফট টেকনেটের যারা ব্যাবহারকারী এদের জন্যে মাইক্রোসফট জেনুইন সিডি ওদের ওয়েবসাইটে সরবরাহ করে যা ISO ইমেজ হিসেবে থাকে।ঐখান থেকে কোন কোন সাবস্‌ক্রাইবার ডাউনলোড করে পরে নেট এ আপলোড করে।আমি এইভাবে নেট থেকে জেনুইন এক্সপি সার্ভিস প্যাক ৩ ডাউনলোড করি এবং রাইট করে ব্যাবহার করি।সুতরাং যাদের এক্সপির সিডি নিয়ে সমস্যাই আছেন তারা আমার মত ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন।যদি কারো দরকার হয় আমাকে জানাবেন আমি দেখি আবার লিংক খুজে পেলে আপনাদের সাথে শেয়ার করব।ভালো থাকবেন।

    আইটি গুরু আমার লাগবে জেনুইন এক্সপি সার্ভিস প্যাক ৩ এর লিংক দয়া করে আমাকে ইমেইল করবেন।
    ইমেইল : [email protected]

    Level 0

    দয়া করে গুরু জেনুইন এক্সপি সার্ভিস প্যাক ৩ এর লিংক আমাকে ইমেইল করবেন। আমার মেইল আই ডি হল "[email protected]". ধন্যবাদ।

Level 0

Good…