প্রিয় ভাই ও বোনেরা, আপনারা প্রায়ই দেখে থাকবেন windows 7 ইন্সটল এর কিছুদিন এর মধ্যেই স্ক্রীন টি কালো হয়ে ১তি শোকবার্তা চলে আসে । যেখানে লিখা থাকে ‘ This copy of Windows 7 is not genuine.’ এবং শুধু তাই নয় আপনারা উইন্ডোজ টি হালনাগাদ (update) করার অপশন বন্ধ করে দিলেও মাঝে মাঝে এ সমস্যা হয়। যার ভুক্তভোগী আমি নিজেও।
এই সমস্যা থেকে আশু পরিত্রান পেতে আমরা কত কিই না করে থাকি। উইন্ডোজ নতুন করে reboot থেকে শুরু করে কত ধরনের registry key মুছে ফেলা এবং নানা জাতের ভাইরাস সম্পৃক্ত ক্র্যাক ফাইল ব্যবহার করা। কিন্তু এখন থেকে আর আপনাদের এই ঝামেলা পোহাতে হবে না । যারা windows 7 ব্যবহার করে geuine জনিত সমস্যায় জর্জরিত তাদের জন্য আমার এই সমাধান ।
ধন্যবাদ।
আমি সোয়েব ইমতিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যবসায় প্রশাসন আমার বিষয় হলেও শখ আমার প্রযুক্তি। দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে জীবনে পাই প্রশান্তি ...
সোয়েব ইমতিয়াজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই টিপসের জন্য। windows 7 এর এই সমস্যার জন্য অনেক টিপস ব্যবহার করেছি কিন্তু কাজ হয়নি – সর্বশেষ আপনার দেয়া টিপসটি আমার কাজে লেগেছে। এটি ব্যবহার করে windows 7 এর জেনুইন এক্টিভিশন জনিত সমস্যার সমাধান হয়েছে। ছোট একটা প্রশ্ন আপনাকে- আমিতো windows 7 এর জেনুইন এক্টিভিশন ম্যাসেজ এখন আর পাচ্ছিনা- তার মানে আমার windows 7 কি এখন জেনুইন হয়ে গেল। যদি জেনুইন হয়ে থাকে তবে তা কি করে চেক করব। সুন্দর এই টিপসের জন্য আবারও ধন্যবাদ আপনাকে। ভবিষৎতে আরো সুন্দর সুন্দর টিপস উপহার দিবেন -এই আশা আপনার কাছে।