হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন ? আশা করি আল্লার রহমতে ভাল আছেন সবাই। আমি আজ ও আপনাদের মাঝে আরেকটা টিপস নিয়া হাজির হলাম। বর্তমানে জিপি সিম দিয়া ফ্রি নেট চলতেছে। আপনারা যারা এখনো জিপি সিম দিয়া ফ্রি নেট চালাতে পারতেছেন না তারা আমার এ টিপ্সটা দেখবেন।
জিপির ফ্রি নেট অফ হবে তখন যখন তারা জিপির ইজিনেট প্যাকেজটা অফ করে দিবে। যতদিন জিপির ইজিনেট প্যাকেজটি চলতে থাকবে তত দিন কিন্তু আমরা জিপি কোম্পানিকে মন বাঁশ দিতে পারবো। তো আপনারা কিভাবে কি করবেন।
প্রথমে আপনারদের মোবাইলের জিপি সিম থেকে জিপির বর্তমান ইন্টারনেট প্যাকেজটি অপ করার জন্য মেসিজ Option এ গিয়ে Stop লিখে 5000 তে পাঠাবেন অথবা ডায়েল করবেন *121*3*7*3# তাহলে আপনাদের বর্তমান ইন্টারনেট প্যাকেজ হবে।
তারপর আবার আপনাদের জিপি সিম থেকে ইজিনেট পাকেজটা চালু করে নিতে হবে। তো ইজিনেট প্যাকেজটা চালু করতে আপনারা ডায়েল করবেন *5000*55# তখন আপনাদের মোবাইলে ইজিনেট প্যাকেজটা এক্টিভ হয়ে যাবে।
যদি সব কিছু ঠিকমতো করার পর তবুও যদি নেট না চলে তাহলে আপনাদের মোবাইলের আইপি প্রবলেম। তা আইপি সমাধানের ভিডিও দিলাম তা দেখে সমাধান করে নিন।
অনেক নিয়মে জিপির ফ্রি নেট চলে আমি তা নিচে দিয়া দিতেছি।
অন্য আরেক নিয়ম আছে তাও দেখতে পারেন।
আমি হাসান আলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
view ar danda