বর্তমানে আপনি যদি ফিগেট স্পিনার (Fidget Spinner) কথা না শুনে থাকেন, তবে সময়ের সাথে সম্ভবত আপনি পিছিয়ে আছেন। বর্তমানে ফিগেট স্পিনার অত্যন্ত জনপ্রিয়। এটা কোন বয়সের বাধা মানছে না। এই প্রবণতা গত বছর পোকেমন নিয়ে যে প্রবণতা তৈরি হয়েছিল অনেকটা সে রকম এবং পোকেমন এখনও প্রায় বছর পরে অত্যন্ত জনপ্রিয়।
গবেষণায় দেখা যায় যে, শারীরিক কার্যকলাপ, এমনকি সামান্য পা-ট্যাপিং, গাম চিউইং বা আমাদের ক্ষেত্রে ফিগেট স্পিনার (Fidget Spinner) মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের মাত্রা বৃদ্ধি করে যা ফোকাস এবং মনোযোগ নিয়ন্ত্রণ করে। ভ্রান্তি দূর করতে সাহায্য করতে পারে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে।
New York Post এর রিপোর্ট বলছে ফিগেট স্পিনার (Fidget Spinner) কোন বয়সসীমা মানছে না। শিশু, কলেজ ছাত্র এবং প্রাপ্তবয়স্করা স্টোরগুলোতে ফিগেট স্পিনার (Fidget Spinner) আসার সাথে সাথে কিনে ফেলছে। সারা বিশ্ব জুড়ে অনেক নির্মাতা এবং খুচরা বিক্রেতা তাদের স্টক রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে।
এটি একটি সহজ খেলনা বলেই মনে হয় অত্যন্ত জনপ্রিয়।ফিগেট স্পিনার (Fidget Spinner) বিভিন্ন আকার ও আকৃতির পাওয়া যায়। বর্তমানে ফিগেট স্পিনার (Fidget Spinner) কত ভিন্নভাবে ঘুরান যায় তার প্রতিযোগিতা শুরু হয়েছে। ফিগেট স্পিনার (Fidget Spinner) স্পিন করার কোন ভুল উপায় নেই। আসলে যে যেভাবে ঘুরিয়ে সাচ্ছন্দ বোধ করে সেভাবেই ঘোরানো ভাল। তারপরেও সোশাল মিডিয়া গুলোতে ফিগেট স্পিনার (Fidget Spinner) কত অদ্ভুত ও কত ভিন্নভাবে ঘুরান যায় তার অগনিত ভিডিও দেখা যাচ্ছে। শত শত ভিডিও গ্যাজেট ব্যবহারকারীদের সামাজিক মিডিয়াতে টিউন করা হয়েছে।
যাদের ফিগেট স্পিনার (Fidget Spinner) এর শখ আছে তারা নিচের ট্রিক্সগুলো দেখতে পারেনঃ
TOP THINGS YOU CAN DO WITH A FIDGET SPINNER!
https://youtu.be/OPpIuLQOk8s
HOW TO DO COOL AND EASY FIDGET SPINNER TRICKS!
https://youtu.be/Cvj4rA9nfaQ
3 AWESOME EASY FIDGET SPINNER TRICKS YOU SHOULD KNOW!
https://youtu.be/hAkWsRBzGNc
এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি https://www.youtube.com/channel/UC5yC1rEZdLVtY6valqWLUFw থেকে ঘুরে আসুন এবং সাবস্ক্রাইব করুন।
আমি মোহাম্মদ আবু সায়েম সিদ্দিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।