সবাইকে আমার আজকের টিউনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। জিমেইল নিয়ে ছোট্ট একটা ট্রিক্স। জিমেইল ব্যবহারকারীরা আশা করি উপকৃত হবেন।
প্রায় অনেকেই এই ভুলটা আমরা করি- অ্যাকাউন্টে ঢোকার পর সাইন আউট করতে ভুলে যাই। সাইবার ক্যাফে কিংবা অন্য কোনো পিসিতে এইরকম হলে তো দারুন বিপদ হয়ে যায়। বিশেষ করে কারেন্ট চলে গেলে আর সাইন আউট করা হয় না। রিমেম্বার পাসওয়ার্ড দেওয়া থাকলে পরে কেউ সহজেই আপনার আ্যকাউন্টে ঢুকে নানান রকম কর্ম কুকর্ম করে বসতে পারে। তাই, আসুন জিমেইলে কীভাবে রিমোট সাইন আউট করতে হয় সেইটা শিখি।
প্রথমে আপনার জিমেইল আ্যাকাউন্টে সাইন ইন করুন। একেবারে নিচের দিকে যান। এই রকম দেখবেন-
সেখান থেকে Dtails লেখাতে ক্লীক করুন।
একটা নতুন উইন্ডো ওপেন হবে। আপনি যদি আপনার আ্যকাউন্ট কোনো সময় সাইন আউট না করে থাকেন তাহলে লেখা থাকবে 'sign out all other sessions'.
সেখানে ক্লীক করুন। এর আগে যেসব জায়গায় সাইন আউট করেননি সেগুলো সাইন আউট হয়ে যাবে।
একই কাজ। ইতোমধ্যে বুঝে যাওয়ার কথা। details- এ ক্লীক করুন। যেই উইন্ডো ওপেন হবে সেখানেই দেওয়া থাকবে আইপি এড্রেস অর্থাৎ কোন কোন আইপি থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে তার একটি তালিকা থাকবে।
আপনার আইপি নিশ্চয় আপনার জানা? তাহলে দেখুন, অপরিচিত কোনো আইপি আছে কি না এবং পাশের দিন তারিখের সাথে মিলিয়ে দেখুন যে আপনি ঐ সময় ঢুকেছিলেন কি না। যদি কিছু গড়বড় মনে হয় তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুন।
আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok
Valo jenes janlam