Xioami মোবাইল কেনার সময় Official এবং Custom Rom চেনার উপায়।

Official Xiaomi

এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড হয়ে উঠেছে চায়নিজ শাওমি মোবাইল। কিন্তু মোবাইল কেনার  সময় সঠিক রম দেখে না কিনলে আপনাকে পড়তে হতে পারে বিভিন্ন সমস্যায়। ফোন কেনার সময় মোবাইল এর রম অফিসিয়াল না কাস্টম সেইটা চেক করে নেওয়া অনেক জরুরি। কারন কাস্টম রোম হলে ফোন কেনার পর অনেক বিপদে পড়বেন। কিন্তু অনেকে কোনটা কাস্টম রোম আর কোনটা অফিসিয়াল এ সম্পর্কে তেমন জানেন না। এই টিউনটা যদি পড়েন তাহলে আশা করি আর এই সমস্যা হবে না।

প্রথমেই বলে রাখি শাওমি মোবাইলে রম মূলত দুইটাঃ

1. অফিসিয়াল রম
2. কাস্টম রম

অফিসিয়াল রোম আবার 6 রকমঃ

1. Chinese Stable
2. Chinese Dev/Beta
3. Global Stable
4. Global Dev/Beta
5. Chinese Alpha
6. Global Alpha

এখন আপনার ফোনে অফিসিয়াল রম নাকি কাস্টম রম এইটা চেনার জন্য শুধু অফিসিয়াল রম চিনতে পারলেই হবে। আলাদা ভাবে কাস্টম রম চিনতে হবে না।

অফিসিয়াল রমঃ

রোম এর ভার্সন দেখার জন্য আপনার মোবাইলের Settings/About Phome এ যান। গিয়ে দেখবেন যে MIUI Version লেখা আছে।

আপনার ফোনে যদি chinese রোম দেওয়া থাকে তাহলে এইরকম থাকবেঃ

MIUI 7.5 | Stable
7.5.1.0 (LAICNDD)

আর যদি গ্লোবাল রোম দেওয়া থাকে তাহলে এই রকম থাকবেঃ

MIUI 7.5 Global | Stable
7.5.2.0 (LAIMIDD)

(আমি এখানে 7.5 লিখছি মানে এই না যে সব মোবাইলেই 7.5 থাকবে। এইটা একটা example. আপনি যেই ভার্শন ইউজ করবেন সেই ভার্শন টাই লেখা থাকবে 7.5 এর পরিবর্তে।)

এখন তাহলে জানতে হবে কোনটার মাধ্যমে কি বোঝায়। প্রথমেই লেখা আছে MIUI 7.5 এইটা মাধ্যমে আপনার ফোনের রোমের ভার্সন টা বোঝা যাচ্ছে। আপনি বর্তমানে কোন রোম ইউজ করছেন সেইটা বুঝতে পারবেন এইটা মাদ্ধমে। তারপরে আছে Stable. আপনি যেই রোম টা ইউজ করছেন সেইটা বাগ(ত্রুটি) নেই সেইটা বোঝা যাবে এইটার মাধ্যমে। যদি Beta লেখা থাকে তাহলে আপনি Developer / Beta রোম ইউজ করতেছেন। সাধারণত stable রোম এ কোনো বাগ থাকে না। কিন্তু beta রোম এ বাগ থাকে।

Chinese আর গ্লোবাল রোম এর ভার্শন একই রকম। কিন্তু গ্লোবাল রোম এ MIUI 7.5 এর পর Global কথাটা উল্লেখ থাকে। কিন্তু Chinese রোম এ থাকে না।

এরপর আসি 7.5.1.0 তে। এইটা খুবই গুরুত্ব পূর্ণ। কারণ বেশির ভাগ কাস্টম রোম চেনার উপায় হচ্ছে এই ডিজিট। শাওমি এর কোনো স্টেবল রোম এই 4 টার বেশি ডিজিট থাকবে না। যদি দেখেন 4 টার বেশি বা কম আছে তাহলে বুঝতে হবে আপনার রোম টা কাস্টম রোম।

কিন্তু সমস্যা হচ্ছে অনেক রোমে 4 টা ডিজিট থাকা সত্ত্বেও সেইটা কাস্টম রোম হতে পারে। তাহলে কিভাবে চিনবেন? এই সমস্যার ও সমাধান আছে। আপনি প্রথমে en.miui.com/download এই লিংক এ যান। এবার আপনি যেই মডেল ইউজ করতেছেন সেইটা সিলেক্ট করেন। তারপর দেখেন ঐখানে লেটেস্ট ভার্শন কোনটা। যদি দেখেন ঐখানে যে ভার্শন গুলা দেওয়া আছে সেটা বাদে অন্য কিছু লেখা আছে তাহলে বুঝতে হবে আপনি কাস্টম রোম ইউজ করতেছেন।

এখন আসি LAICNDD; এইখানে L এর মাধ্যমে এন্ড্রয়েড ভার্শন বোঝাচ্ছে। L মানে হচ্ছে Lollipop আর CN এর মাধ্যমে বোঝাচ্ছে Chinese রোম যদি গ্লোবাল রম হয় তাহলে এই CN এর পরিবর্তে MI লেখা থাকবে। আর DD মানে হচ্ছে Full স্টেবল নাকি Nightly বিল্ড সেইটা।

তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন অফিসিয়াল রোম কেমন হয়। আর আগেই বলেছি যে অফিয়াল টা চিনলে কাস্টম রোম আলাদা ভাবে চিনতে হবে না। যে ফোনের miui version গুলাতে দেখবেন এই ফরম্যাট এর সাথে মিলছে না তখন বুঝবেন ঐটা কাস্টম রম।

আমাকে ফেসবুকে 🙂

Level 1

আমি ইমতিয়াজ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar phone a jodi custom rom dewa thajke tahole kivabe stable rom flash korbo?

    en.miui.com থেকে আপনার মোবাইল এর অফিসিয়াল রম ডাউনলোড করে ফ্ল্যাশ দিতে হবে

আমারটা হলো। miui Global 82/stable 8.2.1.0 (MBFMIDL) আমার টা কি। 6.0 version to android version 7.0 করব কিভাবে। বলবেন প্লিজ।

Redmi note 4

    অফিসিয়াল আপডেট আসতেসে কয়েকদিনের মধ্যেই , অপেক্ষা করেন ।

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।