৮টি গ্যাজেটস যার মাধ্যমে আপনার প্রতিদিনের ব্যবহারের জিনিস গুলোকে ট্র্যাক করতে পারবেন খুব সহজে!!

আপনি কি আপনার বাসার জিনিসপত্র হারিয়ে ফেলেন? ফোন,টিভির রিমোট কই গেলো খুজে পাচ্ছেন না? আপনার এই সমস্যা হতে পরিত্রান দিতে পারে অসাধারন কতগুলো ট্র্যাকিং গ্যাজেটস। নিচে এরকম ৮ টি ট্র্যাকিং গ্যাজেট তুলে ধরা হল। হোক, আপনি এগুলো কিনবেন না, তবে আপনার জ্ঞান বাড়ানের জন্য জেনে রাখুন।

Tile

এটি অন্যতম শক্তিসালী ও কাজের একটি ট্র্যাকিং গ্যাজেট।Tile এ আপনার কোন কিছু চেকে রাখার জন্য প্রায় সবরকম ফিচার বিদ্যমান। এটা খুবই ছোট এবং বিভিন্ন সাইজে ও শেপে পাওয়া যায়। এতে মাল্টিপল অ্যাটাচমেন্ট মেথড আছে; যার মাধ্যমে এটি যেকোন কিছুর সাথে কাজ করতে পারে।আপনি এটা আপনার ল্যাপটপে লাগাতে পারবেন, মানিব্যাগে রাখতে পারবেন, চাবির সাথে রাখতে পারবেন।

Tile অ্যাপ এর মাধ্যমে আপনি সর্বশেষ লোকেশনটি দেখতে পারবেন।বীপ সাউন্ড দেয়ার জন্য এতে একটি রাউন্ড স্পীকার আছে। আপনার ফোনেনএর স্পীকার বাজানোর জন্য একটা বাটন আছে।আপনার চাবি বা কোনকিছু যাতে এই গ্যাজেটটি লাগানো আছে তা যদি হারিয়ে যায়; তবে বীপ সাউন্ড এর মাধ্যমে খুজে পেতে পারেন। অবশ্যই তা ১০০ ফিট এর ভেতর থাকতে হবে; নতুবা কাজ হবে না।

Tile পুরোপুরি পানি প্রতিরোধক। এতে একটি ব্যাটারি আছে যা প্রায় ১ বছর চলে; তবে পুনরায় ব্যাটারি ইনসার্ট বা চার্জ দেয়া যায় না।এর দাম প্রায় বাংলাদেশী টাকায় ২০০০-২৫০০ টাকা।এর অ্যাপ এন্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মে কাজ করে।

Locca

যদিও Tile দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো; তবে আপনি যদি আরও উন্নত কোন সেবা পেতে চান; যেমন চুরি করার পর ট্র্যাকিং তবে আপনি Locca ব্যবহার করতে পারেন। আপনার কোন কিছু যার সাথে Locca লাগানো ছিল তা হারিয়ে গেলেও,চুরি হয়ে গেলেও জিপিএস,সেলুলার নেটওয়ার্ক, ব্লুটুথ এর মাধ্যমে খুজে বের করা যাবে।

এটি খুবই ছোট, যেকোন কিছুর সাথে যোগ করা যায়। পানি প্রতিরোধক। তাই যেকোন পরিবেশে যেকোন কিছুর সাথে এটি মানানসই। কাছাকাছি থাকা অবস্হায়ও খুজে না পেলে এর লাইট ও স্পীকার আপনাকে এটিকে খুজে পেতে সহযোগিতা করবে।

Hum

এটি সাধারনত একটি গাড়ি সম্পর্কিত স্মার্ট অ্যাসিসটেন্ট; যা ড্রাইভিং ও গাড়ি সম্পর্কিত চাওয়া মেটায়। তবে এতে একটি রিলায়েবল ট্র্যাকিং সিস্টেম রয়েছে; যার মাধ্যমে আপনি আপনার গাড়িকে ট্র্যাক করতে পারবেন।

এর মাধ্যমে আপনি এখন আপনার গাড়ি কোথায় আছে; কোথায় পার্কিং করা আছে এমন সব ব্যাপারে সাহায্য পাবেন। এখানে আপনি লোকেশন ইতিহাসও দেখতে পারবেন। গাড়ির ট্র্যাকিং ছাড়াও এটি মেইনটেনেন্স ইত্যাদি ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।

Click `n Dig

এটা খুবই সিমপল ও হ্যান্ডী একটি গ্যাজেট আপনার ঘরের বিভিন্ন জিনিস খোজার জন্য। এটি পাওয়া যায় কালার কোডেড রিসিভার ও ট্রান্সমিটার এর সাথে।কালার কোডেড রিসিভার আপনি যেকোন কিছুর সাথে লাগিয়ে দিন।তারপর আপনার বস্তু হারিয়ে গেলে, ট্রান্সমিটার এর বাটন চাপ দিন তাহলে এটা একটি লাউড বীপ করবে ফ্লাস এর সাথে। ২ টি রিসিভার সহ প্যাকেজের দাম ১৬০০ বাংলাদেশী টাকা; তেমনইভাবে ৬ টি রিসিভার সহ প্যাকেজের দাম ৩২০০ টাকা।

Whistle

আপনার যদি পোষা প্রানী থাকে তাদের জন্য এটি ব্যবহার করতে পারেন; তাদের সুরক্ষার খাতিরে। Wifi,Cellular Data,GPS এর মাধ্যমে এটি আপনার Pet কে ট্র্যাক করতে সক্ষম। এটা কেবল একটি লোকেশন ট্র্যকার নয়; এটি ফিটনেস ট্র্যাকারও বটে। এটি পোষা প্রানীর ঘুম, হাটা ইত্যাদি ট্র্যাক করতে সক্ষম।

Lapa

এই Lapa এর কাজও আগের Tile এর মতই। আপনি আপনার Lapa লাগানো বস্তু থেকে দূরে সরে গেলে এটি আপনাকে একবার এলার্ট করে দেবে। এর ৯০ ডিবি সাউন্ড বীপ ও ফ্লাস লাইট থাকায় ২০০ ফিট এর ভেতর হারিয়ে গেলে সহজেই খুজে পাওয়া যাবে।

TrackR

এটি একটি কয়েন সাইজের ডিভাইসন।যা যেকোন কিছুর সাথে লাগানো যাবে এমন এটি Tiny গ্যাজেট/ডিভাইস।এটা ট্র্যাকিং এর জন্য ব্লুটুথ ব্যবহার করে এবং ১০০ ফিট পর্যন্ত কানেক্টিভিটি দেয়।সহজেই আপনার কেনো কিছু খুজে পেতে অন্যসব ট্র্যাকিং ডিভাইস এর মত একেও ব্যবহার করতে পারেন।

Pebblebee Finder

এটি একটি খুবই স্লীক ডিজাইনের, ১.১*০.৩ ইঞ্চি সাইজের একটি গ্যাজেট। এটি ২০০ ফুট পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।এতে একটি লাউড স্পীকার ও এলইডি লাইট আছে।এটি খুবই স্টাইলিশ ও মাল্টিপল ফিনিসিং সমৃদ্ধ একটি ডিভাইস।এর ব্যাটারি সারাবছর চলে এবং পরে আবার পাল্টানোও যায়।

আপনি যদি কেবল আপনার পছন্দের ছোট-খাট, তুলনামূলক দরকারি জিনিস আপনার কাছ থেকে হারিয়ে না যাক; তবে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। টিউনটি ভালো লাগলে শেয়ার করবেন; নিচে মতামত জানাতে ভুলবেন না।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস