আজ আপনাদের শিখাবো কিভাবে কন্ট্রোল প্যানেল লুকিয়ে রাখা যায়। প্রশ্ন হতে পারে কেন কন্ট্রোল প্যানেলকে লুকিয়ে রাখব? কন্ট্রোল প্যানেল উইন্ডোজের এমন একটি অপশন সেন্টার যেখানে আপনার কম্পিউটারে সম্পূর্ণ কন্ট্রোল উন্মুক্ত থাকে। যে কেউ কন্ট্রোল প্যানেল ব্যবহার করে আপনার কম্পিউটারের
যে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারে। যেমন কেউ আপনার কম্পিউটারের আপনার খুব জরুরী একটি সফটওয়্যার আনইন্সটল করে দিল। তাহলে কেমন হবে একবার ভেবে দেখুন।
তাই কন্ট্রোল প্যানেল হাইড করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবেন। চলুন দেখা যাক কিভাবে সেটা করবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার কম্পিউটারের RUN অপশনে যান এবং GPEDIT.MSC লিখে এন্টার চাপুন।
২। তাহলে “গ্রুপ পলিসি এডিটর” নামের একটি উইন্ডো আসবে।
৩। এখান থেকে User Configuration এ ক্লিক করে Administration Templates এ ডাবল ক্লিক করুন।
৪। এবার ডান দিকের Control Panel লিখা অপশনে ডাবল ক্লিক করুন।
৫। এখন Prohibit access to the Control Panel অপশনে ডাবল ক্লিক করে এনাবল করে দিন।
তাহলেই আপনার কন্ট্রোল প্যানেল এ সকল প্রকার এক্সেস ব্লক হয়ে যাবে।আপনি যদি কন্ট্রোল প্যানেল এ সকল প্রকার এক্সেস ব্লক করার পর পুনরায় এক্সেস করতে চান তাহলে Prohibit access to the Control Panel অপশনে ডাবল ক্লিক করে ডিজেবল করে দিন।
আমি শামীম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।