আসসালাম -ওয়ালাইকুম,
আশা করি সবাই ভালো আছেন, আগেই বলে দেই যাদের আমার লেখা পরতে ইচ্ছা না করবে এবং লেখা বেশি পরতে ভালো লাগে না তারা ডিরেক্ট নিচের ভিডিও দেখলেই হবে। অনেক দিন পর আমি আপনাদের মাঝে এলাম আরেকটি টিপস নিয়ে এবং এই টিপস টি তাদের জন্য যাদের ইউটিউব এ চ্যানেল আছে এবং ফেসবুক এ ইউটিউব এর ভিডিও শেয়ার করতে চান ফেসবুক এর ভিডিওর মতো।
ইউটিউব এর ভিডিও যখন ফেসবুক এ আপলোড দেয়া হয় তখন ওই ভিডিও ক্লিক করলে দিরেক্ট প্লে না এবং থার্ডপার্টি ওয়েবসাইট হিসেবে দেখায়। আমরা ফেসবুক এ দিরেক্ট ভিডিও আপলোড দিলে যেমন দেখা ইউটিউব এর ভিডিও শেয়ার করলে তেমন দেখায় না ত আজকে আমি সেটাই দেখাব যে কিভাবে ইউটিউব এর ভিডিও ফেসবুক আপলোড দিবেন একদম ফেসবুক এর ভিডিওর মতো বেশ কথা না বলে শুরু করি প্রথমে আপনি যে ভিডিও ফেসবুক এ শেয়ার করতে চান সেই ভিডিওর লিংক কপি করুন তার পর এই লিংক এ যান।
দেখবেন একটা বক্স আছে সেই বক্সে আপনার ইউটিউব এর লিংক তা পেস্ট করে কনভার্ট এ ক্লিক করুন তারপর copy URL এ ক্লিক করে আপনার নতুন লিংক টি কপি করুন। এখন আপনি এই লিংকটি ফেসবুক এ টিউন করুন দেখবেন ফেসবুক এ দিরেক্ট ভিডিও আপলোড দিলে যেভাবে ভিউ হয় সেভাবে হচ্ছে। না বুঝলে নিচের ভিডিও দেখুন।
আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।