ডিজাইন খুবই সহজ কাজ। দুই তিন মাস কোন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করলে বা কয়েকদিন প্র্যাক্টিস করেই ডিজাইন শেখা যায়। এমন ধারনা যাদের আছে তাদেরকে বলছি- এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ইলাস্ট্রেটর বা ফটোশপ শেখা মানেই ডিজাইন শেখা নয়। ডিজাইন একটা আর্ট। এটা জোড় করে কেউ শিখতে পারে না। আবার কাউকে জোড় করেও ডিজাইন শেখানো যায় না। ডিজাইনের প্রতি আলাদা ভালোবাসা থাকতে হয়।
তাইলে প্রশ্ন আসতেই পারে, ডিজাইনার হতে হলে কী করতে হবে? আমি বলব- আগে নিজেকে প্রশ্ন করুন যে, আপনি আসলেই ডিজাইনার হতে চান কিনা? যদিও প্রশ্নটা অনেকটা ফিলোসফিক হয়ে যায় তবুও ডিজাইন শেখার প্রথম ধাপই এটা। আপনার উত্তর যদি হ্যা হয় তবেই নিজেকে ডিজাইন শেখার উপযোগী করে তোলেন। দুই তিন মাস ট্রেনিং করে ডিজাইন শেখা নয়, এটা অনেক বড় একটা প্রক্রিয়া।
এতক্ষন কথা বলার একটাই কারন সেটা হল যারা এরকম ভাবেন যে, অল্প কয়েকদিনেই ডিজাইন শিখে যাব তাদের জন্য আমার এই টিউন না। চাইলে আপনি স্কিপ করতে পারেন। আর হ্যা, আরেকটা কথা আমি কাউকে ডিমোটিভেট করছি না।
যাই হোক, অনেক সময় দেখা যায় যে, একজন প্রফেশনাল ডিজাইনারের কোন টিউটোরিয়াল দেখে সবকিছু করার পরও ঐ প্রফেশনাল ডিজাইনারের মত ডিজাইন হয় না। আজকে আমি ছোট্ট কয়েকটা এপ্লিকেশন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাকে প্রফেশনাল ডিজাইনারের মত ডিজাইন করতে সহায়তা করবে।
Pixie
প্রথমেই যে সফটওয়্যারটার কথা বলব সেটার নাম পিক্সি। মাত্র ১১ কিলোবাইটের একটা পোর্টেবল এপ্লিকেশন। পিক্সি দ্বারা যেকোন জায়গা থেকে কালার পিক করা যায়। এটা একই সাথে RGB, CMYK, HEX, HTML এবং HSV কালার কোড শো করে।
যেকোন সময় Ctrl+Alt+C প্রেস করে সহজেই HTML কালার কোডটি কপি করতে পারবেন।
চাইলে Ctrl+Alt+Z প্রেস করে ম্যাগনিফায়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন এপ্লিকেশনটিকে।
ডাউনলোড লিঙ্ক:
Lightshot
লাইটশটও খুব ছোট্ট একটি এপ্লিকেশন। তবে এটি ইন্সটল করে ব্যবহার করতে হবে। ২.৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি দিয়ে খুব সহজেই আপনি স্ক্রিনশট নিতে পারবেন। শুধুমাত্র Print Screen বাটন প্রেস করেই যেকোন অংশের স্ক্রিনশট নেওয়া যায়। আবার Shift+Print Screen প্রেস করে ফুল স্ক্রিনের স্ক্রিনশটও নিতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক:
Perfect Palette for Illustrator
ডিজাইনে কালার কম্পোজিশনের গুরুত্ব কতটুকু সেটা অার নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র কালারের সঠিক ব্যবহারের অভাবেই বেশিরভাগ ডিজাইন মানহীন হয়ে পড়ে। সেক্ষেত্রে পারফেক্ট প্যালেট আপনাকে রঙ নির্বাচনে সহায়তা করতে পারে।
ডাউনলোড লিঙ্ক:
কীভাবে ইন্সটল করবেন:
ইন্সটলেশন খুবই সহজ। শুধু ডাউনলোডকৃত প্যালেটটি কপি করে C:\Program Files\Adobe\Adobe Illustrator\Presets\en_US\Swatches এই ফোল্ডারটিতে কপি করে দিন। তারপর ইলাস্টেটর ওপেন করলে কালার সোয়াচ এর নিচের দিকে ড্রপডাউন বাটনে গেলেই পেয়ে যাবেন PerfectPalette2015.
ভালো লাগলে সেটা টিউমেন্ট করে জানান। ডিজাইন সংক্রান্ত যেকোন সমস্যা হলে যোগাযোগ করতে পারেন। আমার জানা থাকলে হেল্প করার চেষ্টা করব।
আমার ফেসবুক প্রোফাইল
টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলে।
আমি তোফায়েল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।