নেট থেকে আপনি সহজেই অনেক সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন কিন্তু সিরিয়াল কী’র অভাবে হয়তো কিছুদিন পর আর ব্যাবহার করতে পারবেন না। পেইড সফটওয়্যারগুলো একটিভ রাখতে সেগুলো কে সিরিয়াল কী বা ক্র্যাক দ্বারা একটিভ রাখতে হয়। নেট থেকে সিরিয়াল কী, ক্র্যাক খুজে বের করতে আমি তিন’টি পথ অনুসরন করি আপনিও এভাবে খুজলে পেয়ে যাবেন।
১) Craagle সফটওয়্যার
২) গুগল সার্চ টিকস্ এবং
৩) সিরিয়াল সার্চ ওয়েবসাইট
এটি একটি ফ্রি টুলস যা দ্বারা আপনি নেট থেকে খুব সহজে সিরিয়াল কী / ক্র্যাক নামিয়ে নিতে পারবেন। এই সফটওয়্যার’টি মুলত জনপ্রিয় সব সিরিয়াল কী সাইট থেকে সিরিয়াল কী / ক্র্যাক খুজে দেবে আপনাকে। প্রথমে ছোট্ট এই সফটওয়্যার’টি নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন তারপর সার্চ অপশনে আপনার সফটওয়্যার নাম এবং ভার্শন দিয়ে সার্চ করুন । সার্চ দেবার পর কিছুক্ষন অপেক্ষা করুন তারপর পর আপনার কাঙ্খিত সফটওয়্যার সিরিয়াল বা ক্র্যাক। এটি ব্যাবহার করার সময় আপনার কম্পিউটারের এন্টিভাইরাস বন্ধ করে রাখবেন আর না হয় এটি’কে ভাইরাস হিসেবে চিহ্নিত করবে। এটি কম্পিউটারের কোন ক্ষতি করবে না।
গুগল সার্চে 94FBR কিওয়ার্ডের সাহায্যে খুব সহজেই অনেক প্রয়োজনীয় সফটওয়্যারের সিরিয়াল কী খুজে পাওয়া যায়। প্রথমে গুগল সার্চে প্রবেশ করুন (www.google.com) তারপর যদি আপনি ফটোশপের সিরিয়াল কী খুজতে চান তাহলে সার্চ বক্সে নিচের মত করে সার্চ করুন।গুগল সার্চে 94FBR কিওয়ার্ডের সাহায্যে খুব সহজেই অনেক প্রয়োজনীয় সফটওয়্যারের সিরিয়াল কী খুজে পাওয়া যায়। প্রথমে গুগল সার্চে প্রবেশ করুন (www.google.com) তারপর যদি আপনি ফটোশপের সিরিয়াল কী খুজতে চান তাহলে সার্চ বক্সে নিচের মত করে সার্চ করুন।
প্রথমে আপনি যে সফটওয়্যারের সিরিয়াল খুজতে চান তার নাম এবং 94FBR দিয়ে সার্চ করুন।
নেটে অনেক ওয়েবসাইট আছে যারা ফ্রি সিরিয়াল কী বা ক্র্যাক দেয়। সেসব সাইটে প্রবেশ করে আপনি সহজেই খুজে পেতে পারেন প্রয়োজনীয় অনেক দামী সফটওয়্যারের সিরিয়াল কী বা ক্র্যাক।
সিরিয়াল কী বা ক্র্যাক খোজাঁর কিছু সাইট হলো :
ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নতুন ভার্শন ৬.০৫। নতুন ভার্শনে আগের তুলনায় বেশী কার্জকরী করা হয়েছে এছাড়া আগের ভার্শনের তুলনায় ৫গুন বেশী গতিতে ডাউনলোড করতে পারবেন।
রিজ্যুম ক্যাপাসিটি আরো শক্তিশালী করা হয়েছে। আরো অনেক সুবিধা পাবনে।
এই.ডি.এম ৬.০৫ প্রিএক্টিভেট :IDM 6.05 Build 1 Preactivated
অথবা
এই.ডি.এম ৬.০৫ প্যাচ সহ : IDM 6.05 with patch
বি:দ্র: আই.সি.সি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ অনলাইনে লাইভ ম্যাচ দেখতে বুকমার্ক করে রাখুন - "লাইভ ক্রিকেট"
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুধু ভালো না….খুবই ভালো
আন্তরিক অভিন্দন রইল……