আপনার ব্রাউজার ট্যাবগুলোকে সিডিউল করুন আপনার সুবিধামত সময় অনুযায়ী-ক্রোম ও ফায়ারফক্স এর এই জন্য দরকারি কতগুলো এক্সটেনশন/অ্যাড-অন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আপনার ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে? এই মুহূর্তে সব ট্যাবে কাজ করার দরকার নেই- তবে পরে আছে? আপনার জন্য রয়েছে দারুন সমাধান। আপনি ট্যাব গুলোকে নির্দিষ্ঠ টাইমে সেট করে বন্ধ করে দিন, পরে সেই নির্দিষ্ট টাইমে ট্যাবগুলো আবার চালু হবে, তখন আপনি আপনার কাজটি করবেন। ব্যাপারটা একটু অ্যালার্ম এর মত।

প্রতিটি ব্রাউজারেই আমাদের বড় সমস্যাগুলোর একটি হল ট্যাব ম্যানেজমেন্ট। অতিরিক্ত ট্যাব ব্রাউজার অর্থাৎ, সমগ্র কম্পিউটারের গতি কমিয়ে দেয়। গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে স্পেশাল এই এক্সটেনশন গুলো ব্যবহার করে, আমরা নির্দিষ্ট নির্দিষ্ট ট্যাবকে নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে সেট করে দেব। এতে করে সাময়িকভাবে ট্যাবটি বন্ধ হয়ে গেল, এবং ব্রাউজার কম্পিউটার এর ওপর চাপ কমাল ঠিকই তবে যে সময়ে আমরা ট্যাবগুলোকে সেট করেছি - সেই সময়ে ট্যাবগুলো আবার অটোমেটিক ওপেন হবে।

Chrome : TabSnooze ও Page Snooze

TabSnooze এটি গুগল ক্রোম এর জন্য এক্ষেত্রে খুবই দরকারী এক্সটেনশন; আমরা অ্যাপলিকেশনও বলতে পারি। এর মাধ্যমে আপনি খুবই স্মার্টভাবে। আজ অন্য কোনো সময়, আজ সন্ধ্যা, কাল, এই সপ্তাহের ছুটির দিন, পরবর্তী সপ্তাহ, কোনো মাসে কোনো দিনে (Later today, This evening, Tomorrow, This Weekend, Next Week, In a Month and Someday) এরকম বিভিন্ন অপশন ক্লিক করতে পারবেন। তবে ম্যানুয়ালি ট্যাবে তারিখ ও সময় সেট করে সেটা Snooze করা যাবে।

এক্সটেনশনটি ব্যবহার করার আগে, আপনার প্রিফারেন্স এর সাথে এক্সটেনশনটি সেটাপ করে নিন। এর সেটিং থেকে আপনি "আজ অন্য কোনো সময়, আজ সন্ধ্যা, কাল, এই সপ্তাহের ছুটির দিন, পরবর্তী সপ্তাহ, কোনো মাসে কোনো দিনে "। এরকম সাতটির মত অপশন এর জন্য ডেট তারিখ হয়ে গেল, ছবিও তোলা শেষ। এখানে ইংরেজী সময় 2পেল। পরবর্তীতে বেশীর ভাগ কীবোর্ড সর্টমামা ফাইল দিন। Alt+L ক্লিক করলে; Snooze অবস্হায় থাকা সকল ট্যাব দেখা যাবে।

Page Snooze এক্সটেনশন টি Tab Snooze এর চেয়ে কম কাজের। এই এক্সটেনশনটি কাজ করে ব্রাউজার এর কনটেক্সট মেনু থেকে। আপনি ১, ২, ৩, ৪ দিন হিসেবে প্রতিনিয়ত সে পেজের জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন। এখানে কাস্টমভাবে কোন তারিখ ও সময় সেট করার অপশনও বিদ্যমান।

ফায়ারফক্স : SnoozeTab ও TabAlarm

ফায়ারফক্স এর এই SnoozeTabs গুগল ক্রোম এর TabSnooze এর মত না হলেও কাজ একই। এটি একটু কঠিন এবং এই অ্যড-অন কিছু Bug রয়েছে। ঠিক গুগল ক্রোম এর মত আপনি এখানে আজ অন্যকোনো সময়, আজ সন্ধ্যা, কাল, এই সপ্তাহের ছুটির দিন, পরবর্তী সপ্তাহ, কোনো মাসে কোনো দিনে (Later today, This evening, Tomorrow, This Weekend, Next Week, In a Month and Someday) এরকম বিভিন্ন অপশনে আপনার ট্যাব Snooze করে রাখতে পারবেন। আর এখানে ম্যানুয়ালি তারিখ এবং দিন সেট করার অপশন থাকলেও তা ঠিকমত কাজ করে না! তাই আপনারা এই অ্যড-অন ব্যবহার থেকে বিরত থাকতে পারেন।

আরেকটি যে অ্যড-অন রয়েছে ফায়ারফক্স এর জন্য তার নাম হল TabAlarm। এটা Snooze Tabs এর মত দেখতে না হলেও, এটি পুরোপুরি ফাংশনাল একটি অ্যড-অন। যেকোন পেজে গিয়ে মাউস এর ডান বাটনে ক্লিক করে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। এখানে আপনাকে তারিখ, সময় সিলেক্ট করতে হবে এবং আপনি Daily, Weekly, Monthly হিসেবে এই অ্যালার্ম পূনরাবৃত্তি করতে চান কিনা সেই অপশনও পাবেন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস