০৫ কারেন্সি ট্রেডের বিভিন্ন উপায় (ফরেক্স নিয়ে আমার ৫ম টিউন)

কারেন্সি ট্রেডের বিভিন্ন উপায়

কারেন্সি বিভিন্নভাবে ট্রেড করা যায়। এদের মধ্যে স্পট ফরেক্স, ফিউচারস, অপশন্‌স এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইফটি) উল্লেখযোগ্য।

স্পট মার্কেট (Spot Forex Market)

কারেন্সি জায়গারটা জায়গায় ট্রেড হয় বর্তমান মার্কেট মুল্লে। স্প্রেড খুব কম থাকে। অ্যাকাউন্ট খোলাও খুব সহজ। আপনি স্পট মার্কেটে $১ দিয়েও ট্রেড শুরু করতে পারবেন।

আপনার ট্রেডের জন্য চার্ট থাকবে। এছাড়াও ইন্টারনেটে প্রচুর পরিমানে খবর বের হয় তাই আপনার তথ্যর অভাব হবে না।

ফিউচার মার্কেট (Futures)

আপনি যে কোন সম্পত্তি (এই ক্ষেত্রে কারেন্সি) একটি নির্দিষ্ট মুল্লে ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন। এই ক্ষেত্রে যেই চুক্তিপত্র থাকে তা স্ট্যান্ডার্ড আকারে থাকে। যেহেতু ফিউচার কেন্দ্রিয়ভাবে পরিচালিত হয়, তাই সব তথ্য সহজলভ্য।

অপশন মার্কেট (Options)

অপশন মার্কেটে আপনি একটা সম্পত্তি কিনতে পারবেন কিন্তু তার মালিকানা পাবেন না। আপনি যদি কিছু কিনেন অথবা বিক্রি করেন তাহলে আপনাকে ভবিষ্যৎ একটি সময়ে নির্দিষ্ট মুল্লে তা ছেরে দিতে হবে। অপশন মার্কেটের একটি অসুবিধা হল যে এটা ২৪ ঘণ্টা খোলা থাকে না।

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (Exchange Traded Fund)

এটা বেশীদিন হয়নি চালু হয়েছে। এটা ফরেক্সকে স্টকের সাথে মিলিয়ে বাজারে ছাড়া হয়। এতে ঝুকি কমে যায়। এগুল সাধারনত ফিনাঞ্চিয়াল ফার্মগুলো উপস্থাপন করে থাকে।

 

 

এই টিউনটি এখানে পাবেন।

(বিঃদ্রঃ  কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

আমার এই Tricks Bangla সাইটিতে সবার সহযোগিতা প্রয়োজন।
আশা করি সবাই সহযোগিতা করবেন।আশা করি আপনারা আমার সাইটে এসে টিউন করবেন।

০১, ফরেক্স কি? (ফরেক্স নিয়ে আমার প্রথম টিউন) 

০২, কি ট্রেড করি ? (ফরেক্স নিয়ে আমার ২য় টিউন) 

০৩, কারেন্সি জোড়ায় জোড়ায় ট্রেড করা হয়। (ফরেক্স নিয়ে আমার ৩য় টিউন)

০৪, মার্কেট সাইজ এবং লিকুইডিটি।

Level 0

আমি মোঃ নুরুল আমিন। SACMO, Unique Digital Hospital, Tangail। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস