আপনার ব্রডব্যান্ড এর আসল স্পিড চেক করুন

আসসালামুওয়ালাইকুম

 

আমি টেক এর নিয়মিত পাঠক।আজকে টিউনার হয়ে গেলাম

মন চাইল নিজে যেটুকু জানি শেয়ার করি।

আপনারা তো ব্রড ব্যান্ড লাইন ব্যবহার করেন,কিন্তু আসলেই আপনাকে সঠিক স্পিড দেয়া হয় কিনা,আমরা সবাই ততটা ভাবিনা।

 

তাই আপনার নেট স্পিড চেক করে নিন এখান থেকে https://fast.com/

যদি দেখেন,আপনাকে স্পিড কম দিচ্ছে,তাহলে আপনার প্রোভাইডার কে ধরে পিটানি দিবেন  😛

 

১৫০ ওয়ার্ড তো পুরন করতেই হবে।কিন্তু প্রয়জনের বাইরে বেশি কথা আমার মুখ থেকে বের হয়না।যার কারনে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায়  🙄

 

তাই জাতিয় সংগিত দিয়ে দিলাম।

একটু পরেন,দেখা গেল,আপনার আংকেল আপনার বাসায় এসে আপনার বাবার সামনে বলল জাতীয় সংগিত বলতে

 

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥

ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি ॥

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি ॥

তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে—
তখন খেলাধুলা সকল ফেলে, ও মা, তোমার কোলে ছুটে আসি ॥

ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে—
ও মা, আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি ॥

 

 

Level New

আমি হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস