উইন্ডোজে ইন্সটল করুন এন্ড্রয়েড ৭.০ (নোগাট)

কয়েকদিন আগে আমাকে একজন বলতেছিল পিসি দিয়ে সবই করা যায় কিন্তু ইন্সটাগ্রামে ছবি আপলোড করতে পারবা না। অবশ্য কথাটা পুরোপুরি ঠিক না। উইন্ডোজে এন্ড্রয়েড এর এপগুলো চালানোর অনেকগুলা পদ্ধতি আছে। তার মধ্যে একটা হল ভার্চুয়ালবক্স। আমার এই টিউনটা মূলত এই ভার্চুয়ালবক্স ব্যবহার করে কীভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এন্ড্রয়েড ৭.০ বা নোগাট ইন্সটল করা যায় সেটা নিয়ে।

 

ভার্চুয়ালবক্স কী:

সোজা কথায় বলতে গেলে ভার্চুয়ালবক্স হল এমন একটা সফটওয়্যার যেটা কোন একটা পিসিতে আরেকটা ভার্চুয়াল জগত তৈরি করে যেখানে আইএসও ফাইল ব্যবহার করে এন্ড্রয়েড বা উইন্ডোজের মত অপারেটিং সিস্টেমগুলা ইন্সটল করা যায়। অর্থ্যাৎ ভার্চুয়ালবক্স একটা পিসির মধ্যে আরেকটা পিসি তৈরি করে নেয়। ধরুন আপনি উইন্ডোজ ১০ ব্যবহার করেন। এখন যেকোন একটা সফটওয়্যার চালানোর জন্য উইন্ডোজ এক্সপির দরকার হল। সেক্ষেত্রে আপনি কী নতুন করে আবার ওই পিসিতে উইন্ডোজ এক্সপি ইন্সটল করবেন?

নিশ্চয়ই না। সেক্ষেত্রে আপনি ভার্চুয়ালবক্স ব্যবহার করে সেখানে উইন্ডোজ এক্সপি ইন্সটল করতে পারবেন। ঠিক একইভাবে সেখানে এন্ড্রয়েড এর যেকোন ভার্সন ইন্সটল করে নিশ্চিন্তে এন্ড্রয়েড এর যেকোন এপ চালাতে পারবেন।

 

তাইলে চলুন শুরু করা যাক।

 

যা যা লাগবে:

- একটা পিসি

- ভার্চুয়ালবক্স। আমি ওরাকল ভার্চুয়ালবক্স ব্যবহার করেছি।

ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে : http://ay.gy/1ngJgh

- এন্ড্রয়েড ৭.০ এর আইএসও ফাইল।

ডাউনলোড করে নিন এখান থেকে: http://ay.gy/1ngJfE

- আনজিপ সফটওয়্যার। যেমন: 7zip বা Winrar

7zip ডাউনলোড লিঙ্ক: 7zip

 

এখন আর দেরি না করে ভিডিওটি দেখে ফেলুন।

 

আর কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি তোফায়েল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে কি ফুল অ্যান্ড্রয়েড ওএস হবে পিসি নাকি লাঞ্চারের মতো, এপিকে চলবে?

    ফুল এন্ড্রয়েড হবে। যেকোন এপিকে ইন্সটল করতে পারবেন এবং চালাতে পারবেন।