আসসালামুওলাইকুম,
প্রিয় টেকবাসি কেমন আছেন সবাই?? আমি ভালই আছি আপনাদের দোয়ায়। বেশ কিছু দিন পর আজ আবারো আপনাদের জন্য লিখতে বসলাম তোহ চলেন শুরু করি কথা না বাড়িয়ে। অ্যান্ড্রয়েড ফোন নাই কার কাছে ???? একজন ও মনে হয় খুজে পাওয়া যাবে না,এখন যদি বলি কম্পিউটার নাই কয় জনের কাছে ? তাহলে ও খুজে পাওয়া অনেক কষ্ট হবে, আর যারা কম্পিউটার ইউস করি তারা অ্যান্ড্রয়েড ও ইউস করি কিন্তু সমস্যা হল কম্পিউটারের সফটওয়্যার ফোনে চলে না আর ফোনের টা কম্পিউটার এ। আরে ভাই কে বলছে চলে না ব্লুস্টাক দিয়ে তোহ চালানো যায় কিন্তু কি ??? জানতে চান ??
তাহলে উপায় কি ? নতুন হাতিয়ার ইউস করবো সাইজ মাত্র ৪ এম্বি।
কীভাবে ইউস করবো ??
দয়া করে নিচের ভিডিওটা দেখুন ঠান্ডা পানির মত লাগবে 😛 😆
সবাইকে ধন্যবাদ। মানুষ মাত্রই ভুল হয় আমার যদি কোথায়ও ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। আপনাদের অনুপ্রেরনা আমাদের জন্য শক্তি তাই দয়া করে পাঁশে থাকবেন।
আল্লাহ হাফেজ।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
Ai rokom koto ga Android Emulator ase count kore shes kora jabe na.But Bluestacks is best.Overall performance a Blue stacks e best.