আশা করি ভাল আছেন। আমার লেখা শুধু CPA Zone সম্পর্কে আপনাদের কিছু ধারনা দেবার। বহু আগে থেকে অনেক সাইট এ কাজ করি। যেখানেই কোন সাইটের নাম পাইছি সেইখানেই অ্যাকাউন্ট খুলে কাজ করা শুরু করছি যদি ফ্রীতে কোন টাকা পয়সা ইনকাম করা যায়। সত্যি কথা আমি কোথাও সেরকম কোন সাফল্য অর্জন করতে পারি নাই। শুধু আপ-ওয়ারক আর ফ্রীলাঞ্চের এ আমি মোটামুটি অনেক ভাল ইনকাম করেছি। যেহেতু আমি জব করি তাই আপ-ওয়ারক আর ফ্রীলাঞ্চের এ সময় দিতে পারি না। কাজের কথায় আসি, গতমাসে আমার এক কলিগ আমাকে বলতাছে সে cpazone.us এ কাজ করে সেখান থেকে ৪০০ ডলার তার ইসলামি ব্যাংক এ ত্রান্সফের করছে। এবং আরও ১০০ ডলার পেন্দিং আছে। আমি রীতিমত বিশ্বাস করতে পারলাম না। সে আমাকে একটি ফ্রী অ্যাকাউন্ট করে দেয় এবং বলে ৬৫ ডলার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে। আমি তাতে বেজায় আপত্তি করলাম এবং বললাম এটা ফেইক ছাড়া আর কিছু না। ও তখন ওর নিজের অ্যাকাউন্ট থেকে ৬৫ ডলার ত্রান্সফের করে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেয়। আর যখন আমার অ্যাকাউন্ট এ ৬৫ ডলার হবে তখন ওর ৬৫ ডলার নিয়ে নিবে। আমি রাজি হলাম কারন আমার ত আর রিস্ক নিতে হল না। ২২ দিনে আমি ওর ৬৫ ডলার রিটার্ন দিয়েছি এবং এখন আমার ৪৫ ডলার ব্যাংক ত্রান্সফের পেন্দিং আছে। আশা করি এক সপ্তাহে চলে আসবে। এই সাইট থেকে আপনি perfect money, paypal এ ডলার পাঠাতে পারবেন। রেফেরাল এর জামেলা নেই। আপনি ভিডিও দেখবেন আর ইনকাম করবেন। চাইলে অনেক গুলো অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। নিচের লিংক এ যেয়ে ফ্রী অ্যাকাউন্ট খুলতে পারেন।
আমি আগেই বলছি রেফেরাল এ কোন বেনেফিট নাই। আপনি চাইলে ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি সাইট এখন পর্যন্ত পেমেন্ট করতাছে। ভবিষ্যতে কি করবে জানি না। অ্যাকাউন্ট খোলা, আর ভিতরের অপশন গুলা খুব সহজ তাই এই বিশয়ে বিস্তারিত আর কিছু বললাম না। যেহেতু গুগল মামা আছে তাই বিস্তারিত জানতে কোন অসুবিধা হবে না কারো। আশা করি ভাল থাকেন।
আমি রুদ্র মাহামুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।