আসসালাম ওয়ালাইকুম,
কেমন আছেন সবাই আশা করি সবাই ভালই আছেন আমি অনেক দিন পর আবার আসলাম টিউন নিয়ে অনেক দিন ধরে কিছু লেখা হয় না তাই চলে আসলাম, তাইন চলুন কথা না বারিয়ে কাজে ফেরা যাক। আমি আমার আগের টিউন এ বলেছি আমার টিউন এর পাশাপাশি ভিডিও থাকে কিন্তু আজকের মেইন টিউন এ ভিডিও কারন আটা ত ভিডিও ছাড়া দেখান সম্বব নয়
তাই আগেই বলি কার যদি আমার লেখা পরতে ভাল না লাগে তাহলে সরাসরি ভিডিও দেখলেই হবে।
বর্তমানে অনেক মোবাইল অ্যাপ বের হয়েছে নিজের ছবিকে কার্টুন আ রূপান্তরিত করার কিন্তু অই সব অ্যাপ দিয়ে ভাল ভাবে হয় না। কোন অ্যাপ ভাল ভাবে করতে পারে না আর যেগুলো হয় তাও অনেক কষ্ট করতে হয় কারন মোবাইলে এদিত করা অনেক কঠিন সব চেয়ে বেস্ট হল ফটোশপ এ করা আর আমি আজকে আপনাদের সেটাই দেখাব। আমার ভিডিও দেখে যারা ফটোশপ ব্যবহার করতে না পারে তারও পাববে অনেক সহজ ভাবে দেখানো হয়েছে।
নিছে ভিডিও টি দেখে দেখে কাজ করুন কন প্রবলেম হলে জানাবেন।
আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।