Free Download Manager ব্যবহার করুন আপনার ডাউনলোডার হিসেবে।

সবাই ডাউনলোড ম্যানেজার হিসেবে IDM ব্যবহার করে। যা কিনে ব্যবহার করতে হয়। যারা কিনতে পারে না তারা চুরি(ক্র্যাক) করে বা অন্য কোন উপায়ে IDM ব্যবহার করে। কিন্তু IDM এর মত (আমার মতে IDM থেকে ও ভালো) একট ফ্রি ডাউনলোড ম্যানেজার রয়েছে। অর্থাৎ আপনেক কোন টাকা বা চুরি ও করতে হবে না। এখানে http://files2.freedownloadmanager.org/fdminst3.exe ক্লিক করে আপনি ফ্রী ডাউনলোডার টি ডাউনলোড করতে পারেন। এবার ইচ্ছে মত ডাউন লোড করুন।আমি মনে করি এটি IDM থেকে ও শক্তি শালী,আমি কয়েকটি বৈশিষ্ট বললাম । বাকি গুলো আপনি http://www.freedownloadmanager.org/features.htm এখানে গিয়ে দেখে আসতে পারেন।

  • ১. আপনাকে আর আলাদা ভাবে YouTube ডাউনলোডার ইন্সটল করতে হবে না। এটি ব্যবহার করলেই আপনি YouTube ও অন্যান্য Flash video download করতে পারবেন। ***বাড়তি হিসেবে ভিডিও কনভার্ট ও করতে পারবেন।
  • ২. জিফ ফাইলের ভিতরের যেকোন একটি নির্দিষ্ট ফাইল ডাউনলোড করতে পারবেন, যেখানে আগে পুরো জিপ ফাইলটি ডাউনলোড করতে হত।
  • ৩.আপনার পছন্দের সাইটি এখন ডাউনলোড করে বাসায় বসে ব্রাউজ করতে পারবেন এর সাহায্যে । আর কি ধরকার??
  • ৪. একটি ড্রপ বক্স পাবেন। যার সাহায্যে কোন লিঙ্ক এনে ছেড়্ব দিলে অটমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।
  • ৫. ইন্টারফেস টি ও সুন্দর আছে।

এটি সম্পর্কে নতুন পন্ডিত বলছে

শুধু তাই না এতে আছে

টরেন্ট ডাউনলোডের সুবিধা ,
অডিও ভিডিও সয়ঙ্ক্রিয় কনভার্ট এর সুবিধা,
সর্বচ্চো স্পীড প্রাপ্তির নিশ্চয়তা,
ইন্সটল করার পরেও পোর্টেবল বানিয়ে ঘুরার সুবিধা,
মিডিয়া ফাইলের প্রিভিউ সুবিধা, (ধরুন ভিডিও নামাচ্ছেন আর দেখছেন)
সকল ব্রাউজার থেকে সয়ঙ্কিয় ডাউনলোডসহ শিডিউল সুবিধা,
থিম সুবিধা
একাধিক ডাউনলোড সচল রেখে একটিতে ৯৯% ব্যান্ডউইথ ব্যাবহারসহ নানান নান্দনিক ফিচার

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ!
ক্রাক করা আমি চুরি বলতে নারাজ! আমাদের সম্পদ চুরি করেই পশ্চিমারা আজ উন্নত! কিন্তু এতে কি IDM এর মত স্পিড পাওয়া যাবে?

    এটি একসাথে ডাউমলোডার ও একসিলারেটর। তাই IDM এর মতই স্পিড পাওয়া যায়।

শুধু তাই না এতে আছে
টরেন্ট ডাউনলোডের সুবিধা ,
অডিও ভিডিও সয়ঙ্ক্রিয় কনভার্ট এর সুবিধা,
সর্বচ্চো স্পীড প্রাপ্তির নিশ্চয়তা,
ইন্সটল করার পরেও পোর্টেবল বানিয়ে ঘুরার সুবিধা,
মিডিয়া ফাইলের প্রিভিউ সুবিধা, (ধরুন ভিডিও নামাচ্ছেন আর দেখছেন)
সকল ব্রাউজার থেকে সয়ঙ্কিয় ডাউনলোডসহ শিডিউল সুবিধা,
থিম সুবিধা
একাধিক ডাউনলোড সচল রেখে একটিতে ৯৯% ব্যান্ডউইথ ব্যাবহারসহ নানান নান্দনিক ফিচার।

জাকির ভাইকে অনেক ধন্যবাদ এটি নিয়ে লেখার জন্য।

    অনেক ধন্যবাদ। আমি এগুলো পোস্টে এড করে দিচ্ছি। ধন্যবাদ।

আমি অনেক আগে থেকেই ইউজ করি বাট স্পিড IDM এর মত পাওয়া যায়না।

Level New

ফিচার নয় , …স্পীড তাই আসল …. IDM এর সমান কখনো হবেনা. ….যদি হত তাহলে তো আর IDM মার্কেট এ টিকে থাকতে পারতনা. …..thanx

    আমরা আসাকরি কোন এক দিন ফ্রি সফট রাজত্ত্ব করবে…

use kora daki…

Level 0

ভাল করেছেন ।

জাকির ভাই আপনি খুব ভালো টিউন করেছেন নি:সন্ধেহে সত্যি কথা,কিন্তু কিছু জিনিস আপনি একদম-ই ভুল বলেছেন?শুরুতেই একটা কথা জিজ্ঞেস করি আপনি উইন্ডোজ ব্যাবহার করেন নাকি লিনাক্স?যদি উইন্ডোজ ব্যাবহার করে থাকেন,তাহলে সেটি কি মাইক্রোসফট থেকে কিনে ব্যাবহার করছেন?যদি না কিনে থাকেন তাহলে সেটিও চুরি।আর একটা কথা IDM থেকে শক্তিশালী এইটা মানতে আমি কোন ভাবেই রাজি না,আপনি সফটয়্যার রিভিউ পড়েন কিনা আমি জানি না,পড়লে IDM এর সাথে অন্য কোন ডাউনলোড ম্যানেজারের সাথে তুলনা করতেন না।তবে এইটা বলতে পারেন যে ফ্রি সফটয়্যার হিসেবে এইটির অনেক অনেক ফিচার আছে যেইগুলো সাধারণত পেইড্‌ ভার্সন সফটয়্যারের মতোই শক্তিশালী।যাই হোক আমি শুধু আমার মন্তব্য দিলাম।দয়া করে এটিকে আক্রমনাত্মক বা অন্য কোন রকম ব্যাবহার হিসেবে ধরে নিবেন না।ভালো থাকবেন আর এইরকম শক্তিশালী ফিচার সমৃদ্ধ সফটয়্যার নিয়ে আগামীতে আবারো টিউন করবেন সেই প্রতীক্ষার রইলাম।ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ… আমি নিজে ও চুরি করি ব্যবহার করি… তবে আমদের সবারই উচিত সচেতন হওয়া… আপনি যেভাবে বলছেন এতে সবাই চুরি করতে আরো উতসাহী হবে… , আমি আজ ড্রিম ওয়েবার সফট শেয়ার করছি সবার সাথে তাও চুরি করা… তবে আস্তে আস্তে আমাদের সবারই উচিত না কিনতে পারলে ফ্রি সফট ব্যবহার করা,

    ভাই আপনি এইবারো একটা জিনিস ভুল বললেন,আমার কমেন্টে আমি শুধু বুঝাতে চেয়েছি আমরা আমাদের অক্ষমতার কারণে চুরি করছি।এইখানে আমি কোনখানেই বলি নাই আসুন আমরা সবাই চোরাই সফটয়্যার ব্যাবহার করি।এমন কিছু কেন বলেন যাতে তর্ক করার জায়গা থাকে,আমি আপনাকে বিনয়ের সাথে বলেছি এইটি ফ্রি সফটয়্যার হিসেবে অনেক ভালো এবং হাইলি এনরিচড্‌ বেশ কিছু ফিচারস আছে।ফ্রি সফট ব্যাবহার তখনি তো করব যখন সব ধরনের সফটয়্যারের বিকল্প থাকবে।যেমন ডিমওয়্যাবারের বিকল্প একটি সফটয়্যার বলুন তো অথবা ফটোশপ।যখন সহজলভ্য হবে কেউ-ই কিনা বা চুরি করে কোন সফটয়্যার ব্যাবহার করবে না।আজকে হয়তো কপিরাইট আইন আমাদের এইখানে মানছে না,আগামীতে যখন আইন কড়াকড়ি হবে তখন দেখবেন সবাই বাধ্য হয়ে হোক আর সেচ্ছায় ফ্রি সফটয়্যার ব্যাবহার করবে।

IDM বস সত্যি… যারা ইউজ করসে তারা বুঝসে… তবে টরেন্ট এর জন্য somud বস…
ধন্যবাদ

IDM কে টাটা দিলাম।

idm বাই বাই fdm ওয়েলকাম

na vhi idm k tata kan diben oitar jonno alada akta browser korly e cholbe and addon theke idm k disebl korly e hobe bt idm er moto kinto speed paben na