সবাই ডাউনলোড ম্যানেজার হিসেবে IDM ব্যবহার করে। যা কিনে ব্যবহার করতে হয়। যারা কিনতে পারে না তারা চুরি(ক্র্যাক) করে বা অন্য কোন উপায়ে IDM ব্যবহার করে। কিন্তু IDM এর মত (আমার মতে IDM থেকে ও ভালো) একট ফ্রি ডাউনলোড ম্যানেজার রয়েছে। অর্থাৎ আপনেক কোন টাকা বা চুরি ও করতে হবে না। এখানে http://files2.freedownloadmanager.org/fdminst3.exe ক্লিক করে আপনি ফ্রী ডাউনলোডার টি ডাউনলোড করতে পারেন। এবার ইচ্ছে মত ডাউন লোড করুন।আমি মনে করি এটি IDM থেকে ও শক্তি শালী,আমি কয়েকটি বৈশিষ্ট বললাম । বাকি গুলো আপনি http://www.freedownloadmanager.org/features.htm এখানে গিয়ে দেখে আসতে পারেন।
এটি সম্পর্কে নতুন পন্ডিত বলছে
শুধু তাই না এতে আছে
টরেন্ট ডাউনলোডের সুবিধা ,
অডিও ভিডিও সয়ঙ্ক্রিয় কনভার্ট এর সুবিধা,
সর্বচ্চো স্পীড প্রাপ্তির নিশ্চয়তা,
ইন্সটল করার পরেও পোর্টেবল বানিয়ে ঘুরার সুবিধা,
মিডিয়া ফাইলের প্রিভিউ সুবিধা, (ধরুন ভিডিও নামাচ্ছেন আর দেখছেন)
সকল ব্রাউজার থেকে সয়ঙ্কিয় ডাউনলোডসহ শিডিউল সুবিধা,
থিম সুবিধা
একাধিক ডাউনলোড সচল রেখে একটিতে ৯৯% ব্যান্ডউইথ ব্যাবহারসহ নানান নান্দনিক ফিচার
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
শেয়ার করার জন্য ধন্যবাদ!
ক্রাক করা আমি চুরি বলতে নারাজ! আমাদের সম্পদ চুরি করেই পশ্চিমারা আজ উন্নত! কিন্তু এতে কি IDM এর মত স্পিড পাওয়া যাবে?