আসসালামুওলাইকুম,প্রিয় টেকবাসি কেমন আছেন সবাই?? আমি ভাল নেয় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে চিকুন হয়ে গেছি তাই এখন হাজির হলাম যে,কিভাবে চিকুনগুনিয়া অরফে ম্যালওয্যার নামক ক্ষতিকর ভাইরাস থেকে আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখা যায়। তোহ চলেন কথা না বাড়িয়ে সসাসরি টিউনে চলে যায়।
আমরা সবাই কম বেশী এন্টিভাইরাস ইউস করি কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য, তার পর নাকে তেল দিয়ে ঘুমায় যে, আমার কম্পিউটারে তোহ এন্টিভাইরাস দেওয়া আছে আমার কম্পিউটারের কিছু হবে নাহ,এটা ভুল আমি নিজেই সর্ব শক্তিশালী এন্টিভাইরাস ইসেট ইউস করছি তারপরও আমার কম্পিউটার গোপন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল তাই আমি আপনাদের সাথে নতুন একটা সহজ উপাই শেয়ার করবো যাতে আপ্নারদের এমন না হয় ।অনেকে তোহ এটাও বুঝে না যে, গোপনে গোপনে ভাইরাস আপনার সিস্টেমকে ক্ষতির মূখে নিয়ে যাচ্ছে আর আপনার প্রয়োজনীয় ফাইলকে গোপনে গোপনে হাইড,ডিলিট অথবা নির্দিষ্ট কোন সার্ভারে সেন্ড করছে।আর এই জিনিষ গুলা কিন্তু আপনার অজান্তে হয়ে থাকে তহ চলেন জেনে নেওয়া যাক যে
কিভাবে বুঝবেন যদি আপনার পিছিতে গোপন কোন ভাইরাস থাকে ? আর কিভাবেই বাহ সেটি ডিলিট করবেন ??
তার জন্য আপনাকে বেশী কিছু করতে হবে না জাস্ট এই ভিডিওটা দেখলেই সব বুঝতে পারবেন আর না বুঝলে আমি তহ আছিই আপনাদের পাঁশে সব সময়।
বিদ্রঃ [অনেক জিনিষ আছে যেটা প্রাকট্রিক্যালি না দেখলে বুঝা যায় না তাই ভিডিও দেওয়া।হয়তবা আপনারা সবাই একটা গল্প জানেন যে দুই বন্ধু সাইকেল চালানো শিখবে একজন বই পড়ে শিখতে চাই আর একজন প্রাকট্রিক্যালি শুরু করে সফল কে হয় ? মনে হয় আর বলা লাগবে নাহ যে কে সফল হয়, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা।
(ভিডিওতে ছোট্ট একটা বানান ভুল আছে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)]
সবাই ভাল থাকবেন আর আমার জন্য দুয়া করবেন আর প্লীজ আমাকে সামান্য একটু সাপোর্ট করবেন প্লীজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে
আল্লাহ হাফেজ দেখা হবে আগামি টিউনে।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।